করোনা সংক্রমণ রুখতে রাজ্যের ভূমিকা নিয়ে খুশি নয় কেন্দ্র। রাজ্যে যাতে আইসিএমআরের নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে করোনা সংক্রমণকে প্রতিহত করা যায় সে বিষয়ে আইএমএর সঙ্গে মিলে রাজ্যের সাতটি চিকিৎসক সংগঠন মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালো।
এ রাজ্যের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষে প্রথম থেকেই করোনা সংক্রমণ রুখতে আইসিএমআরের গাইডলাইন অনুযায়ী চিকিৎসার দাবি জানিয়ে এসেছিল। এদিন তাদের সঙ্গে মিলে IMA, AHSD, HSA, DOPA, SSU, SDF এবং MSCএর চিকিৎসকেরাও একই দাবি জানালেন রাজ্যের কাছে।
এরাজ্যে রোগীর মৃত্যু কোভিডে হয়েছে কিনা তা নিশ্চিত করতে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে রোগী মৃত্যুর পরে ওই কমিটির দেওয়া শংসাপত্রে কোভিড19 পজেটিভ লেখা থাকলে তবেই করোনায় মৃত্যু হয়েছে বলে মানছিল প্রশাসন। এই পদ্ধতি যে ঠিক নয় আইসিএমআরের বিশেষজ্ঞরা আগেই তা জানিয়েছিলেন। প্রসঙ্গত আইসিএমআরের নিয়ম অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ এর কোড নাম্বার মেনেই ডেড সার্টিফিকেট তৈরি করতে হবে। কিন্তু এ রাজ্যে সেই নিয়ম মানা হয়নি। পাশাপাশি চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় পিপিই পাচ্ছিলেন না বলে অভিযোগ উঠেছিল চিকিৎসক মহল থেকে। এদিন চিকিৎসকদের এই সংগঠনগুলি থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করোনা রোগীর সংস্পর্শে আসছেন এমন সব স্বাস্থ্যকর্মীদের পিপিই দেওয়ার দাবি তোলা হয়।এছাড়াও যে দাবিগুলো তারা রেখেছেন সেগুলি হলঃ
*কোভিড পেশেন্ট যেন কোভিড হাসপাতালেই ভর্তি হয়।
*টেস্ট টেস্ট টেস্ট* । টেষ্টের সংখ্যা ICMR নিয়মাবলী অনুযায়ী আরো অনেক বাড়ানো হোক।
*ডেথ সার্টিফিকেট যেন ICMR এর নির্দেশিত ICD10 নিয়মাবলী অনুযায়ী লেখা হয়, তা যেন স্থানীয় প্রশাসন অবধি কঠোরভাবে বলবৎ হয়।
*কোভিড সন্দেহ করা পেসেন্টদের যথাযোগ্য ট্রায়াজ আর টেষ্টের মাধ্যমে অন্য পেসেন্টদের থেকে আলাদা করা হোক ।
*স্বাস্থ্যকর্মীদের খাবার, যানবাহন, পরিবার, বাসস্থানের ব্যাপারে কোনো অভিযোগ দ্রুততার সাথে প্রশাসন সমাধান করুক।
* স্বাস্থ্যকর্মীরা কোয়ারান্টিনে গেলে তার মান প্রশাসন সুনিশ্চিত করুক।
*স্বাস্থ্যকর্মীদের চাকরি ও রোজগারের হক সরকার সুনিশ্চিত করুক।
*প্রশাসন যেন সমস্ত কমিটিতে ভাইরোলজিস্ট, মাইক্রোবাওলজিস্ট, এপিডিমেইওলজিস্ট আরো বেশি নিযুক্ত করেন।
* প্রশাসন স্বাস্থ্য কর্মীদের সমেত কত জন আক্রান্ত তার স্বচ্ছ পরিসংখ্যান দিন।
*স্বাস্থ্যকর্মীদের অবিলম্বে এই বিশেষ চিকিৎসা পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হোক।
*বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এই লড়াইতে বাকিদের সাথে আরো বেশি যুক্ত করা হোক।
Absolutely right demands.
আপনাদের ধন্যবাদ। এ কাজ টাই করা দরকার ছিল। রাজ্যের মানুষের কথা তো আপনারাই ভাববেন।
Correct