আজ আমাদের পোর্টাল দা ডক্টরস’ ডায়লগ এর মোট ভিজিটর সংখ্যা 100000 পেরোলো। আমরা শুরু করেছিলাম এ বছরেরই পয়লা জানুয়ারি অর্থাৎ ঠিক আড়াই মাস আগে।
আজ থেকে বছর 16 আগে ডক্টরস’ ডায়লগ নামে এক দ্বিভাষিক ত্রৈমাসিক পত্রিকা বের হতো, উদ্দেশ্য ছিল ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি বিষয় নিয়ে কথোপকথন। 2010 এ এই পত্রিকা বন্ধ হয়ে যায়।
2017-এ যখন পশ্চিমবঙ্গের ডাক্তাররা ঐক্যবদ্ধ হতে থাকেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এ তখন এই পত্রিকাকে আবার পুনরুজ্জীবিত করার কথা বারবার ভাবা হতে থাকে। শেষ অব্দি প্রিন্ট ম্যাগাজিন নয় ডক্টরস ডায়লগ রূপ নিল এক ওয়েবম্যাগাজিনের।
শুরুতেই আমরা এক সাংবাদিককে সঙ্গে পেয়েছিলাম। তিনি পরামর্শ দিলেন কেবল ডাক্তার আর ডাক্তারি ছাত্র-ছাত্রীদের কথোপকথনের মঞ্চ নয়, গড়ে তোলা হোক চিকিৎসক সমাজের সঙ্গে সাধারণ মানুষের কথোপকথনের এক মঞ্চ। তিনি তার এক সহকর্মীর সহায়তায় ম্যাগাজিনের পাতাগুলির নামকরণ করলেন। আমাদের এই ওয়েবম্যাগাজিনের ট্যাগলাইন মানুষের পাশে ডাক্তার।
আমরা এত বড় এক কর্মকাণ্ডের জন্য কোন ব্যবসায়িক অর্থ সাহায্য নিইনি। জনবারো চিকিৎসক প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে এক ভান্ডার তৈরি করলেন, যা দিয়ে ম্যাগাজিনের খরচ চলে।
লেখক লেখিকাদের যে সাড়া পেলাম তা আগে ভাবি নি। ডাক্তার ছাড়াও সাংবাদিক, বিজ্ঞান কর্মী, স্বাস্থ্য আন্দোলনের কর্মী, আরো অনেকে, প্রায় 70 জন আমরা এখন।
আমাদের ম্যাগাজিনের বিভিন্ন পাতার যে পরিকল্পনা করা হয়েছিল তা লেখায়, ছবিতে, ভিডিওতে ভরে উঠতে লাগলো–প্রথম মাস দেড়েক প্রতিদিন 5টি করে পোস্ট, বর্তমানে দৈনিক তিন-চারটি করে পোস্ট।
ডাবলু ডাবলু ডাবলু ডট দ ডক্টরস ডায়লগ ডট কমের পোস্ট শেয়ার হয় ডক্টরস ডায়লগের ফেসবুক পাতায়, ভরসা থাকুক চিকিৎসকে ফেসবুক গ্রুপ এবং স্বাস্থ্যই সম্পদ ফেসবুক গ্রুপে। তাছাড়াও শেয়ার হতে থাকে অগণিত পাঠক-পাঠিকা দ্বারা।
অর্থাৎ প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা পৌঁছে যাচ্ছি হাজার হাজার মানুষের কাছে চিকিৎসা বিজ্ঞানের সত্যগুলোকে নিয়ে। বারবার আমরা মনে করিয়ে দিচ্ছি স্বাস্থ্য কোন ভিক্ষা নয়, স্বাস্থ্য আমাদের অধিকার, সাধারণ মানুষ সংগ্রাম না করে এই অধিকার অর্জন করতে পারেন না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি স্বাস্থ্যের অধিকারের আন্দোলনে মানুষের পাশে থাকবে ডাক্তার, চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যাগরিষ্ঠ অংশ।
মানুষের কাছে আজকে আমাদের আবেদন আপনারাও ওয়েবম্যাগাজিনে লেখক-লেখিকার ভূমিকা পালন করুন। আপনাদের জন্য আমাদের সেগমেন্ট ‘তাহাদের কথা’যেন সবচেয়ে ব্যস্ত পাতা হয়।
এক ক্ষণস্থায়ী অস্তিত্ব নয় ডক্টরস ডায়লগের, ডক্টরস ডায়ালগ বারবার মনে করিয়ে দেবে ডাক্তারের সঙ্গে রোগীর সম্পর্ক বিক্রেতা ক্রেতার নয়, বন্ধুত্বের সম্পর্ক, মানুষের পাশে আছে ডাক্তার।
চমকপ্রদ । আপনাদের প্রয়াস সফল হোক ।
???
সঙ্গে ছিলাম আছি এবং থাকবো। নতুন কোনো উদ্যোগ তৈরী হলে অনেকেই তাকে বিপ্লব বলে থাকেন। আমার মতে ডক্টরস ডায়লগ কোনো বিপ্লবী উদ্যোগ নয়, এটা প্রকৃত বন্ধুত্বের পরিচয়।
বন্ধু, যা প্রতিটি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ডক্টরস ডায়ালগ সাধারণ মানুষের কামনা করি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে।