আমেরিকার সিডিসি(Centers For Disease Control and Prevention) করোনা রোগী নির্ণয় করার জন্য নতুন কয়েকটি উপসর্গের উল্লেখ করেছে। এর আগে ডব্লিউএইচও অনুযায়ী কোভিড-১৯ এর উপসর্গ ছিল জ্বর, শুকনো কাশি, শ্বাস কষ্ট, গলা ব্যথা, সর্দি, মাংসপেশিতে ব্যথা ও ডাইরিয়া।
সিডিসি অনুযায়ী কোভিড রোগী নানা রকম উপসর্গ নিয়ে হাজির হতে পারে। উপসর্গ ভাইরাস শরীরে প্রবেশ করার ২-১৪ দিনের মধ্যে হয়। নীচের উপসর্গ গুলি থাকলে রোগীর কোভিড-১৯ হতে পারে বলে সন্দেহ করতে হবে।
• কাশি
• শ্বাস কষ্ট
অথবা এর মধ্যে অন্তত দুটি উপসর্গ
• জ্বর
• শীতভাব
• কাঁপুনি
• মাংসপেশিতে ব্যথা
• মাথা যন্ত্রণা
• হঠাৎ করে গন্ধ বা স্বাদ না পাওয়া
এর মধ্যে শীতভাব, কাঁপুনি, মাথা যন্ত্রণা ও গন্ধ বা স্বাদ না পাওয়া ডব্লিউএইচও এর উপসর্গের মধ্যে ছিল না।