জাতীয় মানবাধিকার কমিশনের রোগীর অধিকার সনদে 17 টি অধিকারের কথা বলা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের সনদে আছে 13 টি অধিকার। কেন্দ্রীয় সরকার কিছু অধিকারকে পুরোপুরি বাদ দিয়েছে। আর কিছুর অংশবিশেষ কাটছাঁট করেছে।
১। ইমার্জেন্সি মেডিকেল কেয়ার অর্থাৎ জরুরী ডাক্তারি পরিষেবা পাওয়ার অধিকার।
২। যেখানে প্রযোজ্য, নির্দিষ্ট হারে পরিষেবা পাওয়ার অধিকার।
৩। নির্দিষ্ট মান অনুযায়ী নিরাপদ ও গুণমান সম্পন্ন পরিষেবা পাওয়ার অধিকার।
৪। নিজের পছন্দমত জায়গা থেকে পরীক্ষা-নিরীক্ষা করানোর এবং ওষুধপত্র কেনার অধিকার।
৫। ব্যবসায়িক কারণ ছাড়া যথাযথ কারণে রেফার হওয়ার বা ট্রান্সফার হওয়ার অধিকার।
৬। ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী রোগীদের সুরক্ষার অধিকার।
৭। বায়োমেডিকেল এবং হেলথ রিসার্চে অংশগ্রহণকারীদের সুরক্ষার অধিকার।
৮। হাসপাতাল থেকে ছুটির এবং আটক হয়ে না থাকার অধিকার।
৯। রোগীর শিক্ষার অধিকার।
১০। রোগীর ক্ষোভ জানানোর এবং প্রতিকার পাওয়ার অধিকার।
কেন্দ্রীয় সরকার মানবাধিকার কমিশনের দলিলে কাটছাঁট করে আসলে স্বাস্থ্য ব্যবসায়ীদের সুবিধা করে দিলেন।