মধ্যপ্রদেশের জাতীয় স্বাস্থ্য মিশন প্রশিক্ষণের জন্য 3450 জন কমিউনিটি হেলথ অফিসার নিল।
ছয় মাসের এই সার্টিফিকেট কোর্সের জন্য ভর্তি শুরু হয়েছিলো 3০ অক্টোবর থেকে । চলে 10 নভেম্বর পর্যন্ত। যারা এই প্রশিক্ষণ নিচ্ছেন , তারা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক কমিউনিটি হেলথ অফিসার হিসেবে নিযুক্ত হবেন।
প্রার্থীরা বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা জিএনএম যোগ্যতাসম্পন্ন। প্রার্থী হিসেবে আয়ুর্বেদের স্নাতক বিএমএস চিকিৎসকরাও ওই কোর্সে অংশগ্রহণ করছেন। প্রার্থীদের বয়স সীমা 21 থেকে 40 বছর। সংরক্ষণ প্রাপ্তদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা 45 বছর।
সারা দেশজুড়ে ডাক্তাররা যখন ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল এর ব্রিজ কোর্সের বিরোধিতা করেছিলেন তখন কেন্দ্রীয় মন্ত্রকের তরফে তাদের বলা হয়েছিল যে এমএমসি’র মূল আইনে ব্রিজ কোর্স বাদ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ঘটনা দেখিয়ে দিল সরকার যেন তেন প্রকারেনো অন্য পদ্ধতির চিকিৎসকদেরও আধুনিক চিকিৎসকের দরজা দিতে প্রস্তুত।