আজ ‘মাদার্স ডে’ । এই বিশেষ দিনে ফেসবুকের দেওয়াল ভরিয়ে দেওয়ার পর্ব চলছে নানা ছবি আর লেখায়। আর এসব থেকে নিজেকে গুটিয়ে রাখার জন্য রাতদিন ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটে চোখ রাখা কিছু মহিলাও আজ সে সব থেকে ইচ্ছে করে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। কারণ বিয়ের পর বহু চেষ্টা করেও মা হতে না পারার কষ্ট এ সব দেখে যেন অনেক বেড়ে যায়। শুধু নিজেরা নয়, ডাক্তারের কাছে গিয়ে সব রকম পরীক্ষা করে নানা কিছু করার পরেও সফল হতে না পেরে মানসিক যন্ত্রণার শিকার হয়ে সব কিছু থেকে সরিয়ে রাখেন। বিজ্ঞানের উন্নত প্রযুক্তি, ডাক্তারবাবুর দীর্ঘ দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়েও এখনো আই ভি এফের সাফল্যের হার ৪০% এর বেশি বাড়ানো সম্ভব হয়নি। কাজেই না পারার পরিমাণ যে বেশি তা বোঝাই যাচ্ছে। কথায় বলে জন্ম দিলেই হয় না মাতা… উলটো দিকটাও আছে।
আমাদের সবার মা বলতে যার কথা সবার আগে মনে হয়, সেই সারদা মায়ের কী নিজের কোনো সন্তান ছিল? কিন্তু মা ডাক শুনতে কোনো সমস্যা হয় নি। আজও তিনি সৎ-অসৎ সবার কাছেই মায়ের সম্মান পান।
আসলে মা হল একটা অনুভূতি। তার সঙ্গে সন্তানের জন্ম দেওয়ার সম্পর্ক থাকলেও সন্তান না হলে যে সেই অনুভূতি লাভ করা যাবে না, তা বোধ হয় ঠিক নয়। এর জন্য দরকার চিন্তাভাবনায় পরিবর্তন আনা। মা মানে ভালোবাসা, সবার কথা ভাবা, সবাইকে নিয়ে এক সাথে চলতে শেখানো,এক রাশ নিরাশার মধ্যে একটু আশার আলো দেখানো। আজ এই মহামারীর মধ্যেও ‘ মা ‘ লুকিয়ে আছে, মানে এই যুদ্ধে মা আমাদের জিতিয়ে দেবে।