রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি মেডিকেল কলেজ খুলছে। কিন্তু ওই মেডিকেল কলেজগুলোতে পড়ানোর জন্য বা পরিষেবা দেওয়ার জন্য কোথা থেকে পাওয়া যাবে এত শিক্ষক ?? সেই কারণেই গত 11 নভেম্বর স্বাস্থ্য ভবন এর জারি করা নির্দেশিকায় 248 জন ডেমনস্ট্রেটর বা ক্লিনিক্যাল টিউটরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে উন্নীত করা হলো। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হলেন 199 জন। একইসঙ্গে 167 জন অ্যাসোসিয়েট প্রফেসর পদ থেকে প্রফেসার পদে উন্নীত হলেন।

করোনা রোগ নির্ণয়ে কফ পরীক্ষা?!
ডক্টরস ডায়লগে নিয়মিত লেখক ডা. নিশান্ত দেব ঘটকের ও অন্যান্যদের একটি প্রবন্ধ চিকিৎসা সংক্রান্ত জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে কোভিড ১৯ পরীক্ষার জন্য দুটি পদ্ধতির প্রচলন