রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি মেডিকেল কলেজ খুলছে। কিন্তু ওই মেডিকেল কলেজগুলোতে পড়ানোর জন্য বা পরিষেবা দেওয়ার জন্য কোথা থেকে পাওয়া যাবে এত শিক্ষক ?? সেই কারণেই গত 11 নভেম্বর স্বাস্থ্য ভবন এর জারি করা নির্দেশিকায় 248 জন ডেমনস্ট্রেটর বা ক্লিনিক্যাল টিউটরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে উন্নীত করা হলো। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হলেন 199 জন। একইসঙ্গে 167 জন অ্যাসোসিয়েট প্রফেসর পদ থেকে প্রফেসার পদে উন্নীত হলেন।
সুশ্রুত সংহিতা এবং “ডিসেকশন” – যেখানে কোন ছুরির ব্যবহার নেই
অবতরণিকা সুশ্রুত সংহিতা-র মূল আলোচনায় প্রবেশের আগে সামান্য কিছু প্রাথমিক কথা বলা প্রয়োজন। আমার এ প্রবন্ধে প্রাচীন আর্য্যাবর্তের প্রথম ‘সার্জিকাল টেক্সট’ নিয়ে কাল নির্ণয়ের আলোচনা