বিশদ বিচার বিবেচনা করার পর পশ্চিমবঙ্গ সরকারের ডি এইচ এস এবং ডি এম ই স্বাক্ষরিত এক আদেশ তেসরা ডিসেম্বর 2019 স্বাস্থ্য ভবন থেকে জারি করা হয়েছে।
বলা হয়েছে হঠাৎ করে হওয়া জ্বরে যদি পোকার কামড়ের দাগ বা ক্ষতচিহ্ন, এনকেফেলাইটিস বা মেনিঙ্গোএনকেফেলাইটিস, গুরুত্বপূর্ণ অঙ্গের বৈকল্য বা রক্তক্ষরণের চিহ্ন থাকলে স্ক্রাব টাইফাস এর জন্য এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে।
এছাড়া 5 বা তার বেশি দিন ধরে জ্বর হচ্ছে ডেঙ্গু আর ম্যালেরিয়া পরীক্ষা করে হয়নি বলে দেখা গেছে এমন ক্ষেত্রে চামড়ায় ফুসকুড়ি, গ্লান্ড ফোলা, মাংসপেশিতে ব্যথা, শুকনো কাশি অথবা লিভার বড়/জন্ডিস সহ হেপাটাইটিস এ গুলির মধ্যে দুটি থাকলে ও স্ক্রাব টাইফাস এর চিকিৎসা করতে হবে।
চিকিৎসা করা হবে ডক্সিসাইক্লিন দিয়ে। গর্ভাবস্থায় দেওয়া হবে আজিথ্রোমাইসিন। রোগ জটিল হলে ডক্সিসাইক্লিন বা আজিথ্রোমাইসিন বা ক্লোরামফেনিকল শিরায় ইনজেকশন দিয়ে দেওয়া হবে।
রোগ নির্ণয় নিশ্চিত করার জন্য জ্বর শুরু হওয়ার সাত দিন পর আই জি এম এলাইজা পরীক্ষা করতে হবে। রক্তরসের নমুনাটি ল্যাবরেটরীতে পাঠাতে হবে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেনে।