আগামী দিনকয়েক (মানে ভোটের দিনগুলো এবং ভোটগণনার দিনগুলো) পালা করে চব্বিশ ঘণ্টা মেডিকেল কাউন্সিল অফিস পাহারা দিতে হবে। দেওয়া হবে।
অনেকেই আসছেন। জনা পনের এমন আছেন, যাঁরা এককথায় অমানুষিক পরিশ্রম করছেন (আমি যাই বটে, কিন্তু তাঁদের মধ্যে পড়ি না)।
লড়াইটা সবার। সবার জন্যেও।
এই গ্রুপের বাকিরা, বিশেষ করে যাঁরা কলকাতায় বা কলকাতার আশেপাশে থাকেন, কিছুটা সময় বের করে আসুন না কাউন্সিল অফিসের সামনে। যাঁরা উদয়াস্ত রয়েছেন, তাঁদের ভালো লাগবে।
গাছপালার মাঝে নিরিবিলি কাউন্সিল অফিসের সামনে – মাঝেমধ্যে বৃষ্টি নামলে দৌড়ে ছাদের নিচে গিয়ে দাঁড়ানো – সবাই মিলে হইহই করে আড্ডা দিতে ভালোও লাগে। ঘণ্টাকয়েক ছাত্রজীবনে ফিরে যাওয়ার অনুভূতি। দায়িত্বপালনের চাইতেও বেশি করে একটা রিফ্রেশিং এক্সপিরিয়েন্স হবে, এটুকু গ্যারান্টি।
আসুন, প্লিজ।