মসিয়েঁ ভের্দু-তে অঁরি ভের্দুর মুখ দিয়ে চ্যাপলিন বলেছিলেন “One murder makes a villain, millions a hero. Numbers sanctify” অর্থাৎ “একটি মানুষকে মারলে খলনায়ক, লক্ষ মানুষকে মারলে নায়ক! সংখ্যাই পবিত্র করে!”
সংখ্যাই পাপ ধুয়ে তাকে মহান করে!
আর কেউ যদি মানুষ না মেরে, মানুষকে বাঁচান! আর সংখ্যাতত্ত্বের হিসেবে সেই বাঁচানোর পরিমাপটা যদি এক জন-দুজন বা শত-সহস্র মানুষ না হয়ে কোটিতে পৌঁছয়? তাহলেও কি তিনি নায়ক হয়ে যান না!
উত্তরটা হল “না”!
ডঃ দিলীপ মহলানবীশ।
এই মানুষটাকে প্রায় কেউই চিনতেন না! চেনা তো দূরের কথা নামও শোনেন নি প্রায় কেউই!
অথচ তাঁর আবিষ্কারের ফলে গত পঞ্চাশ বছরে প্রাণ বেঁচেছে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের! হ্যাঁ! কোটি কোটি মানুষের!
ওরাল রিহাইড্রেশন সল্ট বা ORS তাঁরই আবিষ্কার যে!
তাঁকে নিয়েও হাসাহাসি হয়েছে! গালিভারদের নিয়ে লিলিপুটরা যে হাসি হেসে থাকে!
না বুঝে, অবিশ্বাসের হাসি! অথবা বুঝেও ঈর্ষার হাসি!
আমাদের শহরেই থাকতেন!
আমাদের রাজ্যেই!
আমাদের দেশেই!
আমরা চিনতাম না!
অন্তত দুটো নোবেল পাওয়া উচিৎ ছিল! চিকিৎসাশাস্ত্রে আর শান্তির জন্য!
আমরা তাঁকে কোনো শ্রী বা ভূষণের যোগ্য মনে করি নি! কারণ পুরস্কার পেতে হলে সুপারিশ লাগে! মনোনয়ন লাগে!
মানুষটি সেসব জোগাড় করতে উৎসাহী ছিলেন না।
ডঃ দিলীপ মহলানবীশ প্রয়াত হলেন।