Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দুই মাতালের গপ্পো অথবা দুই মাতাল ডাক্তারের গপ্পো

IMG_20200526_175546
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • May 27, 2020
  • 8:56 am
  • 2 Comments

??????
???✂️? ?✒️⌚
?️???????

ভিখারিদাস আর ডাক্তার মৃত‍্যুচরণ দুই বন্ধু । বহুদিনের বন্ধু । সন্ধ‍্যে হলেই দুজনে মিলে বোতল খুলে বসেন । মৃত‍্যুচরণ বোতল কেনেন । ভিখারিদাসের সঙ্গেই বসে পান করেন । যদিও ব‍্যাপারটা ডাক্তার হিসেবে ঠিক উচিত নয় তবু আমরা এই দুই মাতাল বন্ধুকে ক্ষমা করে দিলাম । আর বেশী উপক্রমণিকা নয় । সরাসরি আলোচনায় আসা যাক ।

মৃত‍্যুচরণ || হ‍্যাঁরে ভিখারি তোর যেমনটি নাম ঠিক তেমনটিই তোর ব‍্যবহার । কোনদিন তো একটা বোতল‌ও নিজে থেকে কিনে আনলি না ?

[ ভিখারিদাস একটা মোলায়েম হাসি হেসে গেলাসে মদের সঙ্গে পরিমানমতো সোডা মেশানোয় ব‍্যস্ত হয়ে পড়েন। যেন কিছুই শোনেন নি। ]

মৃত‍্যুচরণ || শোন ভাই আজ কিন্তু খিস্তিখাস্তা করিস না । লেডিস লোক আমাদের কথা শুনবেন ।

ভিখারিদাস || ( মন্ত্রোচ্চারণের মতো বিড়বিড় করে মিনিটখানেক ধরে কী যেন বলে নিয়ে ) নেঃ মনে মনেই খিস্তিগুলো দিয়ে নিলাম । চল এবার উল্লাস করি …

মৃত্যুচরণ || (গেলাস মুখে তুলে ) মনটা ভালো লাগছে না রে .. মনে হচ্ছে চিৎকার করে কাঁদি ..

ভিখারিদাস || তাহলে প্লিজ বাইরে গিয়ে চেঁচিয়ে আয় এখানে চেঁচামেচি অ্যালাওড নয় .. আমার আবার হার্ট দুর্বল কিনা তাই । কিন্তু তুই খামাখা কাঁদবিই বা কেন ?

মৃত্যুচরণ || আর বলিস না … ভয়ঙ্কর দুর্যোগ ..করোনা আর ঐ যে পরিযায়ী শ্রমিকরা..

ভিখারিদাস || ( মাঝ পথে বাধা দিয়ে ) শাটাপ …একদম শাটাপ … পরিযায়ী ? কে পরিযায়ী ? পরিযায়ী মানে জানিস শালা ? যারা বছরে একবার বা দুবার বেড়াতে যায় যেমন ধর সাইবেরিয়া থেকে আসা কিছু পাখি বা অ্যাফ্রিকার সেরেঙ্গেটিতে বুনো জন্তুদের জলের খোঁজে অন্য দেশে যাওয়া – দ‍্য গ্রেট মাইগ্রেশন। পরিযায়ীর ইংরেজি শব্দটা হলো মাইগ্রেটরি । আর যারা পেটের দায়ে অন‍্য দেশে এসে অনেক দিন ধরে সেখানে থেকে কাজ করে তারা অভিবাসী .. । যেমন বেঙ্গালুরুতে তোর মেয়ে চাকরি করে ও হলো অভিবাসী । বুঝলি ?যেমন দিনমজুরি করা মানুষগুলো যারা দূর দূরান্তে গিয়ে টাকা উপার্জন করতো এখন করোনার ঠেলায় লক ডাউনে পায়ে হেঁটে হেঁটে হাজার হাজার মাইল পার হচ্ছে … শুধু নিজের বাড়ি ফেরার জন্য….

মৃত্যুচরণ || (একটা বড় চুমুক দিয়ে ) আরে ওসব ব‍্যাকরম ট‍্যাকরম মানি না । হাঁসজারু ভাষাই এখন ভালো চলে । তারপর ধর এই আম্পুনের জন্যে ছিন্নমূল মানুষগুলো – …আর তুই বোতল নিয়ে বসে আছিস ? এদের কথা ভেবেছিস কখনও ?

ভিখারিদাস || ( সমনোযোগে একটা মশা মারার ব‍্যর্থ প্রয়াস করে ) এই যে তোদের ভাষায় পরিযায়ী আর ছিন্নমূল সব লোক ? এদের জন্যে তোরা কী ভেবেছিস রে ? একটু বল না শুনি….

মৃত‍্যুচরণ || আমরা ব‍্যক্তিগত উদ‍্যোগে ওদের কাছে চাল ডাল টাকা পৌঁছে দেবো … একদম সিস্টেম মেনে লাইন করে দাঁড় করিয়ে … বুঝলি ? খালি খিস্তি মারলেই হয় না …. দিল লাগে .. একটা বড়ো দিল ( মৃত্যু নিজের বুকে থাবড়া মারেন)

ভিখারিদাস || ( গেলাসটা হাতে শক্ত করে ধরে ) হুম মহত্বগিরি আনলিমিটেড । ভাই আমি তো ভিখারি .. জন্মভিখারি – আর ঐ অভিবাসী মানুষগুলো যারা তোদের ভাষায় পরিযায়ী ? আর কী যেন বলে ? হ‍্যাঁ হ‍্যাঁ ছিন্নমূল .. এরাও বুঝি সব ভিখারি ? ওদের তোরা ভিক্ষে দিবি ? লাইনে দাঁড় করিয়ে .. শাল্লা ( এক চুমুকে গেলাসটা খালি করে উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টিতে মৃত‍্যুর মুখের দিকে তাকিয়ে থাকেন )

মৃত‍্যুচরণ ||( দৃশ‍্যতঃই অপ্রস্তুত হয়ে ) না না ভিখারি তো তুই ..ওরা ভিখারি নয় ওরা আমার দেশের নাগরিকবৃন্দ – নাগরিকবৃন্দ বুঝলি ?

ভিখারিদাস || ( মাপ মতোর থেকেও বেশী করে মদ ঢেলে সোডা মেশাতে মেশাতে ) তোর এখানে এসে বেশ ঠান্ডা মেশিন চালিয়ে দামী বিলাইতি , সঙ্গে বরফকুচি মুরগির কেবাব স‍্যালাড ….হেব্বি তাই না ?

মৃত‍্যুচরণ || ( গর্ব ঈষৎ গোপন করে ) তুইই তো আমার একমাত্র পুরোনো বন্ধু (একটা ছোট্ট সাহেবি নিঃশব্দ সিপ দেন মদে )সেই জন‍্যেই তোর জন্য এসবের একটু ইয়ে করি আর কি ….

ভিখারিদাস|| হ‍্যাঁ ব্বে নাগরিকের ছা ? তোর ঘরে এসি চলে , স্কচ চলে আর ও শালাদের ঘর ভাঙে ফী বছর .. কেন রে ? ওরাও তো তোর আমার মতই এই ভারতের ম‍্যাপের ভেতরে থাকা নাগরিক .. ওদের ঘর নেই কেন ?

মৃত‍্যুচরণ||( একটু ভেবে ) দ‍্যাখ ওরা তো লেখাপড়া শেখে নি – যদি শিখতো তাহলে ওরাও ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব‍্যারিস্টার হতে পারতো – বড়ো বড়ো চাকরি বাকরি করতো – বড়ো বড়ো মাইনে পেতো …. শিক্ষার‌ও তো একটা মূল্য থাকা উচিত , ঠিক কি না ?

ভিখারিদাস || ঠিক । এটা তুই ঠিকই বলেছিস ( কাঁটাচামচ দিয়ে একটা কেবাব মুখে তোলেন ) তা ওরা সবাই চাকরি করলে তখন তোর এই কেবাব স‍্যালাডের শসা পেঁয়াজ মুরগি এসব কে সাপ্লাই করতো ? তোর ভাত খাওয়ার বাসমতি চালটা কি তুই নিজেই মাঠে গিয়ে চাষ করতিস ?

মৃত‍্যুচরণ || ( একটু অপ্রস্তুত হয়ে ) তাহলে তুইই বল ওরা গরীব কেন ?

ভিখারিদাস||( মদের গেলাসে একটা লম্বা চুমুক দ‍্যান। একটু কান চুলকোন ) সেটা অনেক বড়ো গল্প রে । শুনবি ? ধৈর্য ধরে শুনতে হবে …

মৃত‍্যুচরণ || প্রশ্ন করা চলবে তো ?

ভিখারিদাস || ( একটা বক্র হাসি হেসে ) চলবে । প্রশ্ন ছাড়া কোনও বক্তব্য মানা উচিত নয় । নে তুই আর গিলিস না – শেষে বৌঠান আমাকে ঝাড় দেবে

মৃত‍্যুচরণ ||( মৃত্যুর মতো করুণ একটা হাসি হেসে ) ওটা তো আমার দৈনন্দিন পাওনা রে । সেদিন ডিমের ঝোলটা খেয়ে বললাম “ আহা চন্দ্রমুখী – আহা, বেড়ে হয়েছে – তোফা হয়েছে – বড্ড ভালো রেঁধেছো গো তুমি আজকে ” তো তোর বৌঠান আমার মুখের কাছে মুখ এনে … না রে চুমু টুমু খায়নি – শুঁকে শুঁকে দেখে বললো “ তুমি নিশ্চয়ই নেশা করেছো নৈলে আমার এ্যাতো প্রশংসা ?” জাস্ট আমার রেপুটেশনটা একবার ভেবে দ‍্যাখ …..
দুই বন্ধু দেওয়াল ফাটিয়ে ঠা ঠা করে অট্টহাসি হাসেন ।

মৃত‍্যুচরণ || নে এবার স্টার্ট কর তোর বক্তিমে …

ভিখারিদাস || হ‍্যাঁরে মড়া তুই লেখাপড়া শিখেছিস ? অর্থনীতি বুঝিস ?

মৃত‍্যুচরণ || যাহ্ বাবা ! এরমধ্যে আবার অর্থনীতি কোত্থেকে এলো ? ডাক্তার আবার অর্থনীতি নিয়ে কী করবে ?

ভিখারিদাস || তাহলে ডাক্তারি জানেন না বলে একজন অর্থনীতিবিদ কী অশিক্ষিত ? নাকি অর্থনীতি জানিস না বলে তুই অশিক্ষিত ? উনি ওনার মতো করে ওনার ক্ষেত্রে শিক্ষিত – তুই তোর মতো করে তোর ক্ষেত্রে । কিন্তু চাষী কামার কুমোর এরা এদের মতো করে – ওদের বিষয়ে লেখাপড়া শেখার কোনও সুযোগ পায় নি

মৃত‍্যুচরণ ( হাঁ করে ) || কেন পায়নি ?

ভিখারিদাস ( আনমনে মদের গেলাসে চুমুক দিতে দিতে ) || দুটো কারণ আছে … বুঝলি মড়া ?
( নেশা চড়লে তিনি মৃত‍্যুচরণকে মড়া বলে ডাকেন )

মৃত‍্যুচরণ ||(গেলাসে ছোট্ট চুমুক দিয়ে) কোন দুটো কারণ ? বলে যা ভাই .. তুই এসব না করে রাজনীতি করতে পারতিস রে …. ভিখারিদাস || দুটোই সমান গুরুত্বপূর্ণ । প্রথমতঃ ওদের কিছু শেখার আগেই …. মানে অনেক সময় অ আ ক খ শেখার আগেই কাজে যোগ দিতে হয় … সির্ফ পোড়া পেটের জন্যে আর দ্বিতীয়তঃ ওদের প্রয়োজন অনুযায়ী কোনও পাঠ‍্যক্রম মানে সিলেবাস‌ই তৈরি হয়নি । ওদের ঐ কী যেন বলে এক কথায় .. দূর হোক গে …. কোনও হিসেবেই ধরা হয়নি । সিলেবাস তৈরি হয়েছে কেবলমাত্র কেরানী আর চাকর তৈরির জন্য … সাধারণ মানুষের স্বাধীন বৃত্তির কথা ভাবাই হয়নি । সুতরাং ওদের কেবলমাত্র ভোটের বক্তৃতায় রাখা হয় । অথচ ভারত একটা কৃষি নির্ভর দেশ । প্রায় শতকরা আশি ভাগ লোক চাষ করে বাঁচে এবং মনে রাখিস তারা দারিদ্র‍্যসীমার নিচেই থাকে । সব সময় । রাজনৈতিক নেতারা সেটাই চায় । কিছু বুঝছিস রে মড়া ?

মৃত‍্যুচরণ || ( ইট্টুস স্খলিত কন্ঠে) বলে যা । চালিয়ে যা ভাই ভিখিরি । তোর এই হাতেগেলাস বলাটা আমার খুব পছন্দের । কিন্তু আর কী ভাবে এদের পড়ানোর ব‍্যবস্থা করবি ? পড়া ফ্রি দেওয়া হচ্ছে সঙ্গে মিড ডে মীল , শিডিউল কাস্ট আর ট্রাইবদের জন্য কোটাও তো চালু আছে । তাহলে নতুন করে – আর কী করা যায় ?

ভিখারিদাস || ( কনুইয়ের ভাঁজ দিয়ে নাকের সর্দি মুছে – নেশায় নিষ্পলক রক্তচোখে ) তোর ছেলে সাহেবি ইস্কুলে পড়ে আর ওদের জন্যে দয়ার দান ?

মৃত‍্যুচরণ || ( বেশ ঘাবড়ে ) তাহলে কি ওদের বাড়িতে ফ্রিতে টিচার পাঠাতে হবে ? ( ওঁনার চোখ বিষ্ময়ে গোল গোল হয়ে যায় । আসলে ভিখিরি সহজ জিনিসটাকে মদের ঘোরে ? না সজ্ঞানে জটিল করছে বুঝতে পারেন না)

ভিখারিদাস || যদি প্রতিটা গ্রামে হিমঘর থাকতো – যদি ওরা ফলানো ফসল সেখানে রাখতে পারতো – যদি সরকার সরাসরি শহরে বাজারে সেই শস্য বিক্রির ব‍্যবস্থা করতো – তাহলে ওদের আর অভাব থাকতো না – সরকার ওদের নির্ধারিত টাকা ব‍্যাঙ্কে জমা দিতো – কৃষি থেকেই আয়কর আসতো …. । ওরা স্বপ্ন দেখতে পারতো । সন্তানকে স্কুলে পাঠানোর – হাসপাতালে চিকিৎসা পেতো শিশুমৃত্যু কমতো । তাই সন্তান সংখ‍্যাও কমতো । দুটো জেনারেশনের মধ্যেই পৃথিবীটা ইয়ে ভারতটা বদলে যেতো

মৃত‍্যুচরণ || ( মদের গেলাস হাতে ধরে চোখ বন্ধ করে ) তাহলে কেউ বড়লোক আর কেউ গরীব কেন ?

ভিখারিদাস || ( পাত্র শূণ্য করে আবার ঢালাঢালি করতে ব‍্যস্ত ) দাঁড়া দাঁড়া । ধৈর্যং রহু । এটা ঐতিহাসিক তথ্য । এবারে দু চুমুক পান করে …তারপর বাকিটা

মৃত‍্যুচরণ || ভিখিরি আজ তুই এখানে থেকে যা … ( গলা চড়িয়ে ) ও চন্দ্রমুখী – আমার চাঁদবদনী – শুনছো ? ভিখু আজ আমাদের কাছে থাকবে

চন্দ্রমুখী || ( দরজা দিয়ে গোলাকার মুখটা বাড়িয়ে ) আহা এ বুঝি আর নতুন কিছু ? সবাইকার খাবার‌ই তৈরি হচ্ছে…. আপনারা সময়ে খেয়ে আমায় ধন‍্য করবেন ।( মুন্ডুটা আবার দরজার আড়ালে অদৃশ্য হয়ে যায় )

ভিখারিদাস || বৌঠানের জয় হোক ।

মৃত‍্যুচরণ || তাহলে পেয়ালায় শেষ বারের মতো ঢেলে নে সুরা শুরু হোক সুরাতুর ঐতিহাসিক গল্প ।

ভিখারিদাস || ঢালছি তবে পরে আবার ঢলে পড়িস না । নে তুই ধর পাত্তর আর আমি ধরি গল্পের সূত্র।
অতি আদি কালটা ছিলো ইতিহাসের অন্ধকারাচ্ছন্ন সময় । তখনকার জীবন যাপন কিছুই বিশেষ জানা যায় না। তবে হরপ্পা মহেঞ্জদড়ো অর্থাৎ ইন্দাস ভ‍্যালি সভ‍্যতা হয়ে ওঠে নগরকেন্দ্রিক … তারপর আসে দীর্ঘ ন’শো বছরব‍্যাপী জলকষ্ট । তখন ভারতের গাঙ্গেয় উপত্যকায় আমাদের আদিবাসীদের সম্ভবতঃ শান্তিপূর্ণ জীবন । বহু মানুষ ইরান পারস্য আর মধ্য ইউরোপ থেকে একে একে এসে গাঙ্গেয় উপত্যকা দখল করে ।* তৈরি হয় বড়লোক গরীবলোকে বিভাজন । ঐ আগন্তুকরা নিজেদের আর্য বলে পরিচয় দিতো । শুরু হয় দারিদ্র্য অসমবন্টন আর অসাম্যেরও কাহিনী । বহু আদিবাসী মধ‍্যপ্রদেশ , অধুনা ছত্রিশগড় , দন্ডকারণ্যের জঙ্গলে আশ্রয় নেয় । একিরে ? তুই তো টলমল করছিস – চল ভাই খেয়ে দেয়ে শুই গিয়ে
[ দুজনেই পরষ্পরকে ধরে খেতে র‌ওয়ানা দ‍্যান । ]

তথ‍্যসূত্র :- Gupta et al, Works on Inter Tropical Convergence Zone . IIT, Kharagpore.

PrevPreviousকোভিড কর্মসূচি শুধুই ভুলে ভরা
NextIndia’s Deadly Cytokine StormNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
পবন সাহা
পবন সাহা
5 years ago

আধুনিক ঐতিহাসিক সিরিয়াস নাটিকা। অসাধারণ!

0
Reply
Dipankar Ghosh
Dipankar Ghosh
3 years ago

ধন্যবাদ পবনদেব

0
Reply

সম্পর্কিত পোস্ট

শিষ্য তথা ছাত্রদের শিক্ষারম্ভ ও শিক্ষাদান – চরক- ও সুশ্রুত-সংহিতা (২য় ভাগ)

June 12, 2025 No Comments

 (সূত্রের জন্য পূর্ববর্তী অংশের লিংক – https://thedoctorsdialogue.com/indoctrination-and-teaching-of-medical-students-in-charaka-and-susutra-samhita/) শিক্ষালাভের পরে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ আগের অধ্যায় শেষ করেছিলাম এই বলে – “উপনয়ন এবং শিক্ষালাভ করার পরে ছাত্ররা/শিষ্যরা

এই বঞ্চনার দিন পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা

June 12, 2025 No Comments

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের পাশবিক হত্যার পর কেটে গেল দশটি মাস। দুর্নীতি ষড়যন্ত্র পূর্বপরিকল্পিত ধর্ষণ ও হত্যা- কোথাও সন্দেহ বা অস্পষ্টতার জায়গা নেই।

ঊর্মিমুখর: ত্রয়োদশ পরিচ্ছেদ

June 12, 2025 No Comments

আচার্য শীলভদ্র ত্বরাহীন শান্তকণ্ঠে কহিতেছিলেন –“ইহা সত্য যে সমগ্র উত্তরাপথে পাশুপত ধর্মই আদি শৈবধর্ম। এই সনাতন পাশুপত ধর্মের ধ্যান ও কল্পনার মধ্যেই হিন্দুধর্মের শ্রেষ্ঠ বিকাশ

অভয়া স্মরণে

June 11, 2025 No Comments

তবু লড়ে যায় ওরা! তবু লড়ে যায় ওরা! দশ মাস হল। প্রায় তিনশত দিন। বিচারের আশা,অতি ক্ষীণ তবু লড়ে যায় ওরা! বল এমন করে কি

কাউকে অবসাদগ্রস্ত মনে হলে তাঁর পাশে থাকুন – তাঁর একাকিত্ব ও হতাশা দূর করুন – কিন্তু অবশ্যই তাঁকে ডাক্তার দেখাতে বলুন

June 11, 2025 No Comments

কোনও আত্মহত্যার খবর এলেই ফেসবুকে একধরনের বিকৃত সহমর্মিতাবোধের বন্যা বয়ে যায়। বিশেষত, আত্মহত্যার যদি কোনও রগরগে কারণ (পরকিয়া প্রেম ইত্যাদি) খুঁজে না পাওয়া যায়, তাহলে

সাম্প্রতিক পোস্ট

শিষ্য তথা ছাত্রদের শিক্ষারম্ভ ও শিক্ষাদান – চরক- ও সুশ্রুত-সংহিতা (২য় ভাগ)

Dr. Jayanta Bhattacharya June 12, 2025

এই বঞ্চনার দিন পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা

Gopa Mukherjee June 12, 2025

ঊর্মিমুখর: ত্রয়োদশ পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay June 12, 2025

অভয়া স্মরণে

Dr. Asfakulla Naiya June 11, 2025

কাউকে অবসাদগ্রস্ত মনে হলে তাঁর পাশে থাকুন – তাঁর একাকিত্ব ও হতাশা দূর করুন – কিন্তু অবশ্যই তাঁকে ডাক্তার দেখাতে বলুন

Dr. Bishan Basu June 11, 2025

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

559540
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]