২৭ নভেম্বর, ২০২৫
গড়িয়া, পাঁচপোতায় ধর্ষণ কাণ্ডের ঘটনায় ৬ জন অ্যারেস্ট হয়েছে। অপরাধীরা প্রভাব খাটিয়ে যাতে কোনভাবেই জামিন না পেয়ে যায়, নির্যাতিতা মেয়েটির ন্যায়বিচার যেন আমাদের অভয়ার মতো থমকে না যায়, সেটা সুনিশ্চিত করতে অভয়া মঞ্চ আজ সন্ধ্যায় নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন জমা দিল। নির্যাতিতা মেয়েটির বাড়ির পক্ষ থেকেও এই অনুরোধ করা হয়েছিল।
অভয়া মঞ্চের কনভেনরদের আহ্বানে অভয়া মঞ্চের বৃহত্তর দক্ষিণের উদ্যোগে বহু সহযোদ্ধা আজ সন্ধ্যায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন।
অভয়াদের নিরাপত্তা ও ন্যায়বিচার সুনিশ্চিত করতে আজকের এই জোরালো পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল।
২৮ নভেম্বর ২০২৫
বিষ্ণুপুর থানায় অভয়ামঞ্চের সদস্যরা আজকে উপস্থিত ছিল স্কুল থেকে ফেরত আসার পথে হারিয়ে যাওয়া দুজন মেয়ের ঘটনা নিয়ে। একজন মেয়ের বাড়ির অভিভাবকরা এসেছিলেন। তাদের নিয়ে ওই থানার OC-র সাথে কথা হল, অভয়ামঞ্চের তরফ থেকে চিঠি জমা দেওয়া হল এবং এক কপি OC-র থেকে সই করে রিসিভ করা হল। OC জানালেন নরেন্দ্রপুর থানা(মেয়েটির স্কুল ওই অঞ্চলে এবং ঘটনাটি কিছুটা ঘটে ওই অঞ্চলেই) এবং বিষ্ণুপুর থানা যৌথভাবে গুরুত্বপূর্ণ সহকারে ঘটনাটি দেখছেন। GRP সহ সমস্ত জায়গায় মেয়ে দুটির ছবি বর্ণনা সমেত পাঠানো হয়েছে।
আজকে অপর মেয়েটির বাড়ির অভিভাবক উপস্থিত না থাকায় আগামীকাল শনিবার দুপুর ১টার সময় নেপালগঞ্জ অঞ্চলে বিষ্ণুপুর থানার OC বাড়ির অভিভাবকদের সাথে কথা বলতে যাবেন। অভয়ামঞ্চ থেকে আজকে যারা গিয়েছেন, তারা আগামীকালও আবার যাবেন।











