তাহলে ,
কাল থেকে আর কেউ অনাহারে থাকবে না, সকলের দুবেলা এবার ভাত জুটবে।।
করোনার কার্ভ কমতে শুরু করবে।।
কোন মানুষকে বেড নেই বলে হন্যে হয়ে হাসপাতাল থেকে অন্য হাসপাতাল ঘুরতে হবে না, হসপিটালের বেডে ক্রাইসিসটা এবার হয়তো কেটে যাবে।।
সমস্ত ভেন্টিলেটরের খারাপ পেশেন্টগুলো ভালো হয়ে বেরিয়ে আসবে।।
লকডাউন পিরিওডে যাদের চাকরি চলে গেছে তারা আবার চাকরি ফিরে পাবেন।।
যাদের মাথায় ছাদ নেই যাদের ফুটপাতে রাত কাটাতে হয়, তাদের একটা ছাদ যোগাড় হয়ে যাবে।। পথের ধারে রাস্তা ঘাটে যে সমস্ত মায়েরা বাচ্চা কোলে নিয়ে ভিক্ষা করত সেটাও হয়তো আর দেখতে পাবেন না।।
মানুষ তার নিজের যোগ্যতার মর্যাদা পাবে সবাই সেই অনুযায়ী কাজ পাবে।।
আর কোন কষ্ট থাকবে না, কাল থেকে আমরা এক নতুন ভোরে সাক্ষী থাকবো যেখানে ভারতবর্ষ এই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এক নতুন আলোর পথে পাড়ি দেবে।
….. কি বললেন??? এগুলোর মধ্যে সবগুলো হবে না, সবগুলো না হোক, বেশির ভাগগুলো তো হবে। কী তাও হবে না?? কিছুতো হবে …কি তাও হবে না!! অল্প কয়েকটা তো হবে…?? কি বললেন?? একটাও হবে না… আমি তো ভুল ভাবলাম তাহলে এগুলোর সাথে আমাদের ভগবানের ডাইরেক্ট কোন সম্পর্ক নেই.. আচ্ছা বুঝলাম।
তাহলে ঈশ্বরের সাথে সম্পর্ক আছে সেরকম কিছু জিনিস নিয়ে ভাবি –
যেরকম কাল থেকে প্রত্যেক মানুষের মন একদম A4 সাদা কাগজের মতো পরিষ্কার থাকবে।।
কেউ আর ঘুষ নেবে না।।
পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আমাদের দেশ এক অনন্য নজির সৃষ্টি করবে।।
পাশের বাড়ির করোনা ধরা পড়লে, প্রতিবেশিরা ঝাঁপিয়ে পড়বে।।
এক কথায় আমদের সকালের মধ্যে এই এই গগনচুম্বী মন্দিরের প্রতিফলন – আধ্যাত্মিকতার এক মিশাল সৃষ্টি হবে।।
কি হবে তো?? কি বললেন?? এটা হবে না!!
ওপরের একটা পয়েন্টেও ফলপ্রসূ হবে না???? তাহলে তাহলে মশাই, হবে টা কি …???
ও আচ্ছা, উপরের কিছুই হবেনা।।
ধর্মকে একটা ভোটবাক্স হিসেবে মানুষের সামনে তুলে ধরা, যেরকম মুসলিম ভোটবক্স, কাস্ট ভোটবক্স তো সেরকম রাম মন্দির একটি ভোটবাক্স।।
সেটাই হবে, আর ষষ্টাঙ্গে প্রণাম করে সেই ভোট যন্ত্রটাকে আরেকটু শান দিয়ে দিলেন আমাদের প্রধানমন্ত্রী কারণ বাকি বিষয়গুলো তো অলীক সুখ্।।।
[পুনশ্চঃ মন্দিরের জায়গায় আজকে যদি মসজিদ কিংবা কোন গির্জা হতো তাহলে একই ভাবে সমালোচনা করতাম]
আর একটা কথা কেউ যদি ভুল ভাল কমেন্ট করতে আসেন , তাহলে তাদের জন্য একটা কথা, আপনি আগে প্রমাণ করুন নিজেকে হিন্দু ??মানে জন্ম সার্টিফিকেটের হিন্দু লেখা থাকলে, আর 56 ইঞ্চি সমর্থক হলে, চাড্ডি পড়লে হিন্দু হওয়া যায় না, স্বামীজীর চিকাগো বক্তৃতা শুনবেন বোঝার চেষ্টা করবেন যদি বোঝেন তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ…
অসাধারণ। অকাট্য।