পুজোর পরে দুটোর মধ্যে একটা হবেই,
হয়তো কোভিড বাড়বে কিংবা বাড়বে না,
হতেই পারে, দেখলে কোথাও করোনা নেই,
কিংবা হলো জ্বর সারাতে ধারদেনা।
কিন্তু ভেবো, হোক না যেটাই পুজোর পর,
তুমি সেটায় খেলছো এখন কোন দিকে
ঘুরছো ভিড়ে ভাব করে আর নেই তো জ্বর,
নাকি ঘরেই, হোক না যতই দুই টিকে।
অনেক লোকেই ভিড় করেছো মণ্ডপে,
থুড়ি থুড়ি, ঢোকার নাকি নেই নিয়ম,
ধরি মাছ আর না ছুঁই পানির এই ঢপে,
কোভিডাসুর নতুন করে নিচ্ছে দম।
সে দম পেয়ে নতুন করে জাগবে সে,
জানিনা তার সম্ভাবনা আজ কত,
রাজ্য জুড়ে নাচলে সে ফের রায়বেঁশে,
তোমরা যে তার বাজনদারই বাধ্যত।
কোনো শিশুর ভ্যাক্সিনেশন হয়নি আজ,
তাদের নিয়েই বেড়াও ঘুরে প্যান্ডেলে,
এই তো হলো কেমন বাবা মায়ের কাজ,
প্রজন্মকে জ্বরের দিকে দাও ঠেলে।
সে যাকগে যাক, হয়তো কিছুই ঘটবে না,
হয়তো আগেই শেষ হয়েছে মারীর জ্বর,
কি বলবে যে তখন সেটার প্লট চেনা,
বোকারা সব পুজোয় ছিলো নিজের ঘর।
তাই বলে তো সত্যি যাবে পাল্টে না,
ভিড়ের মানুষ বিভীষণ আর মীরজাফর।
জিতলে কিনা যাবে বোঝা পুজোর পর..