১৩ই নভেম্বর, ২০২৩
এই বছরের মে মাসে মনিপুরে যে সামাজিক দাঙ্গা শুরু হয় তাতে হাজার হাজার মানুষ এখনো ঘর হারা। মনিপুর সরকারের ত্রাণ ও পুনর্বাসন আধিকারিকের হিসেব অনুযায়ী ৩০ অক্টোবর মণিপুরের ১৪টি জেলায় ৩৩৪ টি শরণার্থী শিবিরে মোট শরণার্থী ছিলেন ৫৭,৬৯৬ জন।
আমপান ঝড়ের সময় সংগৃহীত অর্থ থেকে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম মনিপুরের শরণার্থীদের জন্য চিকিৎসা ত্রাণের উদ্যোগ নেয়। জুন মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ অবধি ৮ লক্ষেরও বেশি টাকার ওষুধপত্র এবং স্যানিটারী ন্যাপকিন মণিপুরে পাঠানো হয়েছে। মৈতেই প্রধান সমভূমি এবং কুকী প্রধান পার্বত্য অঞ্চল যেখানেই সংগঠনগুলি চিকিৎসা ত্রাণের উদ্যোগ নিচ্ছে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন অবধি MitSna, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মনিপুর শাখা, ডা প্রতিতা চেরিটেবল ট্রাস্ট, মহিলা সংগঠন মাচা লেইমা, ইউথ ওয়েলফেয়ার ফ্রন্ট, ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম এবং নর্থ ইস্ট স্টুডেন্টস সোসাইটি, দিল্লি ইউনিভার্সিটি এর মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরিত হয়েছে।
শীত আসছে। শীতবস্তের প্রয়োজন। কেন না শরণার্থীরা পোড়া ঘরে সব ফেলে এসেছেন। চিকিৎসা ত্রাণ সংগঠিত করেছিল যারা তাদের একজন দেবরাজ ডব্লিউ, দিল্লির ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে, বেশ কিছুটা কাজ হয়েছে।
শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের ভ্রাতৃত্ব মূলক সংগঠন স্বাস্থ্য শিক্ষা নির্মাণ শীতবস্ত্র, কম্বল কেনা এবং তা পাঠানোর খরচ বাবদ অর্থ সংগ্রহের উদ্যোগ নিচ্ছে।
একেকটি শরণার্থী শিবিরে গড়ে ৩৫০ জন মানুষ আছে। ৩৩৪ টি শরণার্থী শিবির না হোক কয়েকটির সব সদস্যের জন্য যদি ব্যবস্থা করা যায়। ইমফলের বাজারে দুই স্তর বিশিষ্ট একটি কম্বলের দাম পড়ে ৬০০ থেকে ৭০০ টাকা। আমরা একেকজন যদি এক একটি কম্বলের দায়িত্ব নিই।
স্বাস্থ্য শিক্ষা নির্মাণের PAN: ABGTS2533M
স্বাস্থ্য শিক্ষা নির্মাণের ব্যাংক একাউন্টঃ SWASTHYA SHIKSHA NIRMAN, IDBI BANK LTD, A/C NO 1999104000125437, IFSC: IBKL0001999
মনে রাখবেন, স্বাস্থ্য শিক্ষা নির্মাণের কিন্তু এখনও 80G নেই, তাই স্বাস্থ্য শিক্ষা নির্মাণে দান করলে আয়কর ছাড়ের কোনও সুযোগ পাবেন না। আর আর্থিক সাহায্য অবশ্যই ভারতীয় মুদ্রায়, বিদেশী মুদ্রায় নয়।
যারা জি পে – তে দিতে চান:
G PAY no- 8981649766
UPI ID- mrinmoy140@oksbi
ডা পুণ্যব্রত গুণ, ডা ঐন্দ্রিল ভৌমিক, ডা মৃন্ময় বেরা, সুদীপ কান্তি দস্তিদার, শিখা মজুমদার, পিয়ালী দে বিশ্বাস ও নিরুফা খাতুন।