সঞ্চয়ই বলুন বা বিনিয়োগ, টাকাপয়সা বিভিন্ন জায়গায় ভাগ করে রাখা জরুরি।
ধরুন আপনি সচিন বা ধোনি-র কথায় উজ্জীবিত হয়ে মিউচুয়াল ফান্ড সহি হ্যায় ধরে জীবনের যাবতীয় সঞ্চয় ইক্যুইটি ফান্ডে রাখলেন – বা আরেকটু বেড়ে খেলে পুরোটাই সরাসরি শেয়ার বাজারে খাটাতে গেলেন – এদিকে আপনার অবসরগ্রহণের সময় (বা অন্য কোনও জরুরি প্রয়োজনের সময়) দুম করে বাজার ধসে গেল – তাতে রোহিত শর্মা সচিন বা ধোনি কতখানি বিহ্বল বা দিশেহারা বোধ করবেন বলা মুশকিল, কিন্তু আপনি যারপরনাই চাপে পড়বেন, বলাই বাহুল্য।
আবার আরেকদিকে, আপনি ঝুঁকিবিহীন সুদের আশায় পুরো টাকাটাই ফিক্সড ডিপোজিট জাতীয় জায়গায় রাখলেন। টাকা চোট হলো না ঠিকই – কিন্তু সুদ এমনিতেই কম, আয়কর কাটাকুটির পর মোদ্দা যে সুদটুকু মেলে, তা বাৎসরিক মুদ্রাস্ফীতির হারের চাইতে কম। বৃদ্ধ বয়সে ব্যাঙ্কের খাতা খুলে দেখলেন – টাকা চোট হয়নি ঠিকই, কিন্তু যে টাকাটা পড়ে রয়েছে, মূল্যমান (ক্রয়ক্ষমতার হিসেবে) কষতে গেলে তা শুরুতে আপনি যে টাকা রেখেছিলেন তার চাইতে ঢের কম।
তো কী করবেন? হিসেব সহজ নয়, সে তো বলাই বাহুল্য। তবু ওরই মধ্যে ভেবেচিন্তে মাথা খাটিয়ে এদিক-ওদিক করে টাকা রাখবেন। বড় বড় লোকেরা বিনিয়োগের সময় risk hedging বলে কীসব করে থাকেন, সেসব আপনার দ্বারা সম্ভব না হলেও একপাত্রে সবকিছু না রেখে কিছুটা ঝুঁকির বিনিয়োগ কিছুটা ঝুঁকিবিহীন সঞ্চয়, এভাবেই টাকাটা রাখবেন। নইলে…
দেখুনই না, গুজরাটের এই মেয়েটির কথা।
শুভানুধ্যায়ী – বাবা-ই সম্ভবত – লগ্নির পুরো টাকাটাই নিট-এর পেছনে লাগিয়েছিলেন। চমকপ্রদ ফল পেয়েছেন। মেয়ে সাতশ কুড়ি-র মধ্যে সাতশ পাঁচ পেয়ে বসেছে। কিন্তু এর পাশাপাশি, অন্তত লগ্নির কিছু ভগ্নাংশও তিনি যদি বোর্ড পরীক্ষার মার্কস ক্রয়ের পেছনে ব্যয় করতেন, তাহলে আজ হয়ত এমন অস্বস্তিকর অবস্থায় পড়তে হতো না, পুরো লগ্নিটা এমন করে যায় যায় পরিস্থিতির সৃষ্টি হতো না। (হয়ত, এরপরও, তিনি সঠিক জায়গায় সঠিক পদ্ধতির সাহায্য নিয়ে মার্কশিটে উন্নয়ন ঘটিয়ে ফেলতে পারবেন – তবু, আগে থেকে সচেতন হলে এই ফালতু হয়রানিটা তো এড়ানো যেত, তাই না? প্লাস, এখন এই পরিস্থিতিতে এমন জরুরি ভিত্তিতে কাজ করাতে গেলে খরচাও তো বেশি পড়ার সম্ভাবনা!)
তো তাই বলছি, বিনিয়োগের সময় চোখকান খোলা রেখে বিনিয়োগ করুন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, তাহলে পরে পস্তাতে হয় না (বা ভুল শুধরোতে গিয়ে ফালতু হয়রানি ইত্যাদিরও শিকার হতে হয় না)।
।।জনস্বার্থে প্রচারিত।।