একজন ডাক্তার স্থানীয় কিছু দুষ্কৃতীদের তাণ্ডবে শারীরিক ভাবে আক্রান্ত হলো, তার বাড়ির লোককে মারধোর করা হলো, বাড়ি ভাঙচুর করা হলো। খুনের চেষ্টার মিথ্যা অভিযোগ আনা হলো তার নামে। হ্যাঁ, আমরা ডাক্তার গৌরব রায়ের কথা বলছি। দিনের পর দিন সে ঘরে ফিরতে পারছে না। শারীরিক ও মানসিক ভাবে সে বিপর্যস্ত। তার একমাত্র দোষ সে চিকিৎসক। কিন্তু আমরা, তার সহযোগীরা তো চুপ করে থাকতে পারি না। তাকে ফিরতে হবে ঘরে, সসম্মানে।
আজ ডক্টর গৌরব রায় যে পরিস্থিতির স্বীকার, কালকে আপনি বা আমি সেই একই পরিস্থিতির স্বীকার হতে পারি। আসলে আমরা সবাই গৌরব রায়। তাই আপনাদের সবাইকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ডাক দিচ্ছে সব রকম বিভেদ সরিয়ে, কাল মঙ্গলবার, ১৯ এপ্রিল, বিকেল চারটায় নিমতা থানার সামনে আসার জন্য। আমরা সবাই মিলে নিমতা থানার পুলিশের সঙ্গে কথা বলবো। তারপর ডাক্তার গৌরবকে নিজের বাড়িতে ফেরাবো।
আমাদের অস্ত্র স্টেথোস্কোপ আর অ্যাপ্রন। এই অস্ত্র নিয়েই কাল আমরা যাবো নিমতায়।
সময়- কাল বিকেল ৪টে।
জমায়েত স্থল – নিমতা থানা।
আশা করি আপনার সঙ্গে দেখা হচ্ছে।
কাল নয় তো, কবে?