তোমাদের জেদ এত্তো হলেও আমার কাছে নেহাত তারা ফেলনা কঞ্চির তেজ আমারও আছে মচকালেও একবারও আর ভাঙ্ছিনা
যতই কাটাও ভুখা দিন আর যতই করো টোন কিংবা টিটকিরি
তোমার চাবি আমার হাতে কলকাঠিটা নাড়ছি দেখো বিচ্ছিরি
অনেক এলো দাদা দিদি অনেক হলো আমার পিছে পিন করা
দেখো আমি ঋজু আছি ,ভাবছো বেকার কর্ড টা আমার ঘূণ ধরা!
বাবা মায়ের ঘরের দুলাল মন দিয়ে তাই স্টাডি করো হোস্টেলে
দাবিদাওয়া রাখার আগে মেরুদন্ড বেচে দিও দাম পেলে!
হাঁটুর বয়স যাদের সমান তাদের এতো জেদ করা ঠিক মানায় না,
কাজ যা করার করাই হবে কারণগুলো ঢাক পিটিয়ে জানায় না!
তোমার দাবি মাথায় রেখে মেন্টর গ্রুপ দিয়েই দিলেন শ্বেত পাতা,
ব্যক্তি আমার পেছন ছেড়ে তোমরা এবার করেই ফেলো সমঝোতা!
হেরে গেলে বুঝে নিও সব কথা কি মুখ ফুটে আর যায় বলা?
কাল সাপ সব যুগেই থাকে, কেউ চুমু খায় কেউ এসে দেয় দুধকলা!