সন্তান হারানো, এর থেকে বড় শোক মনে হয় আর হয়না। আর, কোনোদিন-কখনো তাকে ছোঁয়া যাবে না.. তাকে আর নিজের কাছে রেখে দেওয়ার আর কোনো পথ নেই, এই সবটা জেনে, শেষবারের মতো তাকে কোলে নেওয়ার অনুভূতি ভাষায় বলা যায় না।
ক্ষতি শুধু সেই মুহুর্তে যা ঘটে, তা নয়। একজন মানুষ, ঘরের বিছানা, খাবার টেবিল, সারাজীবনের অভিজ্ঞতা, সবকিছু থেকে চিরতরে অনুপস্থিত। যেন ছায়া,সূর্যের আলো থেকে বিচ্ছিন্ন।
আমাদের শিশু হারানোর বিষয়ে খোলাখুলিভাবে কথা বলা দরকার। যাতে, যাঁরা এই যন্ত্রণার মধ্যে দিয়ে যান, তাঁদের সাথে-পাশে থেকে, সামাজিক বিভ্রান্তি ও সীমাবদ্ধতা থেকে মুক্ত হতে পারি ও ভবিষ্যত সম্পর্কে সচেতন হতে পারি ও অন্যদেরও সতর্ক করতে পারি।
কোল খালি করে, যখন সে চলে যায়, তা সে যে বয়সেই হোক্, সেই অসহ্য কষ্ট সারাজীবনের। সময়ের সাথে, এই ক্ষত কখনোই ভরে না। ভালবাসা দিয়ে মনের মধ্যে, সমস্ত স্মৃতি আগলে, শুধু একটাই আকাঙ্খা থেকে যায়, কবে তার সাথে আবার দেখা করতে পারি!
অক্টোবর মাস, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম সম্বন্ধে সচেতেন করার মাস। এই সম্বন্ধে কিছু জানি, যাতে কোনো কোল অকালে খালি না হয়।
.
#babylossawarenessweek #babyloss #lifeafterloss #alwaysloved #babylossawareness #neonatalloss #neonataldeath #sids #suddeninfantdeathsyndrome #miscarriage #stillbornstillloved #stillborn