বরুণ বিশ্বাসকে খুন করা হয়েছিল ২০১২ সালের ৫ই জুলাই। তাঁর মৃতদেহ গোবরডাঙা স্টেশনের বাইরে পড়ে ছিল অনেকক্ষণ। যে সবার বিপদে সবার আগে দৌড়ে যেত, গুলি লাগার পরে একজনও তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।
তারপর কেটে গেছে ১১ বছর। হত্যামামলা একপ্রকার ধামাচাপাই ছিল। আজ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন। বরুণের পরিবার এই খুনের জন্য সরাসরি মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন।
বরুণ বিশ্বাস হত্যা মামলার সঠিক বিচার হোক। মন্ত্রী যদি এর সাথে জড়িত থাকেন, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপোষহীন চির প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাসের রূপকথার মতো কর্মকাণ্ডের সাথে সবাই পরিচিত হোক। তাঁকে নিয়ে আবার চর্চা হোক।
ঠিক বরুণ বিশ্বাস কে নিয়ে আবার চর্চা হোক। যারা তার হত্যাকারী তাদের শাস্তি হোক। লেখক, আপনাকে ধন্যবাদ এই কথা সবাইকে মনে করিয়ে দেবার জন্য। এরজন্য ও সাহস দরকার।