জানি না এখানে দেওয়া ঠিক হচ্ছে কি না। ক্লাসমেটদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছি। বড্ড মন কেমন করছিল।
★
তোদের সবার সঙ্গে দেখা আধ শতাব্দী আগে…
মনে হচ্ছে, এই তো সে দিন, ভাবলে অবাক লাগে…
হাজির হল, খুব বেমানান এ কলকাতার স্কেলে,
অসংস্কৃত আনস্মার্ট এক মফস্বলের ছেলে!
অন্য সবার মতনই তার চিত্তে ভারি সখ,
দেড়শ জনের সঙ্গে সে জন হবেই চিকিৎসক।
দিন গড়ালো দিনের মনে ক্যালেন্ডারের পাতায়,
এক এক করে কাটল বছর মায়াবী কলকাতায়।
তারপরে সেই দৌড় আর দৌড়। জীবিকা-সন্ধানে…
ছড়িয়ে গেলাম, ছিটিয়ে গেলাম…! সময় সে সব জানে।
দুঃখে এবং সুখের দানায় ভরল স্মৃতির ভাঁড়ার,
সময় জানে সব গল্পই… জেতার এবং হারার।
ভালোবাসার লাভ পুরোটাই। কোত্থাও নেই ক্ষতি…
যাবার বেলা এল এবার… চাইছি অনুমতি।
★