সবলের পক্ষে বিচার গেলে
পুলিশ আদালত ও রাষ্ট্র, সবার সুবিধা।
দুর্বলের না থাকে পয়সার জোর,
না ঘুরে দাঁড়ানোর সাহস ,
কাঁপা হাতে পুনরায় কেনই বা ফের মুসাবিদা,
সে বেশ বুঝতে পারে, হেরে যাওয়াটাই তার নিয়তি।
বিচারের ভান করা আসলে
প্রবলদের আমোদ এক প্রকার,
যেন সিস্টেম নিরপেক্ষ সকলের প্রতি,
যদিও সকলে জানে,
দুর্বল-এ ব’র পরে উহ্যতে রয়ে গেছে একটা আ’কার ,
বেতন, প্রমোশন ও বদলি যাদের হাতে,
বিচার তাদের দিকে ঝুঁকে,
ন্যায় অন্যায় নিয়ে
মাথা ঘামানোর মতো বোকা পাওয়া দুষ্কর,
টোপে টাকা
টোপে পদ
টোপে রিপু-র পরিতৃপ্তি,
ওসবও নিষ্ফল হলে হয়ে যায় কাজ বন্দুকে।
অন্তিমে ফাঁকা হাতে
দুইচোখে শূন্যতা পুষে,
হেরো দুর্বল লোকে ফিরে আসে ঘর।
তবু কিছু দুর্বল কেন জানি ছাড়েন না হাল,
মুঠির আঘাতে কাঁপে অপরাধী আড়ালের ঢাল,
সে কাঁপনে হয়তো বা শেষে মেলে একই হাহাকার,
তবু ইতিহাস মনে রাখে হারানো বিচার,
রেকর্ডে থেকে যায় লড়াইয়ের রেশ,
তারপর কোনো একদিন ,
লজ্জায় তাঁর কাছে ক্ষমা চায় আগামী স্বদেশ।
সেটুকুই সান্ত্বনা,
বর্তমানের ভাগে থাকে শুধু বিষ,
প্রবলের হুংকারে গর্ব চুঁইয়ে পড়ে
‘ দেখি তো কেমন তুই হারাতে পারিস!’
ক্ষমা চেয়ে ভাবীকাল হবে নতজানু
সেই আশা রাখি।
সময়ের বুকে নয় ক্ষমতারা স্থানু,
রাজা যায়, রাজা আসে,
লেখা থাকে ইতিহাসে,
ছাই থেকে জন্মায় কখন কৃশানু।
রায় যাই হোক আজ, এ লড়াই কালজয়ী হবে।
আমার প্রণাম নিন, বিলকিস বানু।
৮/১/২০২৪
Live Updates 8 Jan 2024 11:31 AM Supreme Court : We hold that deprivation of liberty to the respondents (convicts) is justified. They have lost their right to liberty once they were convicted and imprisoned. Also, if they want to seek remission again, it is important that they have to be in jail.