সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস-এ (সিপা) ২০২১ সালের সেরা ছবি ” photo of the year” ।তুর্কি ফটোগ্রাফার মেহমেত আসলান “জীবনের কষ্ট” শিরোনামের এই ছবিটা তোলেন।সিরিয়ার সীমান্তে তুরস্কের হাতায় প্রদেশের রেহানলি জেলায় নেওয়া হয়েছিল।
এক বাবা – ছেলে। বাবা যুদ্ধে একটা পা হারিয়েছে আর ছেলের জন্ম থেকেই হাত পা নেই। সিরিয়ায় যুদ্ধের সময় নার্ভ গ্যাসে অসুস্থ হওয়ার পরে, গর্ভকালে,ওঁর মা’কে, যে ওষুধগুলি নিতে হয়েছিল, তাতেই শিশুটি এই ত্রুটি নিয়ে জন্মায়।
নিউজউইক জাপানের ফটোগ্রাফির ডিরেক্টর এবং প্যানেলের একজন বিচারক কাতাওকা হিডেকো বলেছেন, ” মানুষটি এক পায়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও, পিতা এবং পুত্রের এমন সুখময় মুহূর্ত দুর্মূল্য।” “আমার হৃদয়, আনন্দময় ভালবাসার এই মুহূর্তে আপ্লুত, আর, তারা সামনে যে দীর্ঘ এবং কঠিন জীবনের মুখোমুখি হবেন, সেই কথা ভেবে ম্লান ও। যুদ্ধের কারণে তাঁদের একটি বড় মূল্য চোকাতে হোল।”
প্রতিবন্ধকতা’র জন্ম আসলে হয়, মনে’ই আর তাকে জয় করার শক্তিও যোগায় মন’ই।