বছরশেষের ছড়া
আখরগুলো ঝাপসা এতই
যাচ্ছে না তাই পড়া।
একলা শীতের সাঁঝে,
অক্সিমিটার কান্না লুকোয়
নীল চাদরের ভাঁজে।
গুমরে মনে মনে,
বছরখানা হারিয়ে গেল
শোবার ঘরের কোণে।
দেওয়াল জুড়ে ছায়া,
আলনা জুড়ে তাঁতের শাড়ির
কোল আঁচলের মায়া।
একলা উঠে ছাতে,
ব্যাকুল দু’চোখ আকাশ খোঁজে
বর্ষশেষের রাতে।
খুঁজতে খুঁজতে সারা —
ছায়াপথের ধুলোর মাঝে
একটি নতুন তারা।
খুচরো আদর যত,
বাক্সে রাখা মেয়াদ শেষের
ওষুধগুলোর মতো —
যত্নে ভরে বুকে,
বন্ধ করি স্মৃতির কফিন
পেরেক ঠুকে ঠুকে।
পাহাড়, সাগর, বনে
দুনিয়াজোড়া রঙিন যাপন
হাতের মুঠোফোনে।
জমকালো মেহফিলে,
নতুন বছর মারছে উঁকি
বারান্দাটার গ্রিলে।
যতই কঠিন হোক,
লিখতে বসি, নিভিয়ে দিয়ে
বিপন্নতার শোক।
বছরশেষের ছড়া —
আখরমালা ঝাপসা বড়
যাচ্ছে না তাই পড়া।