ভবানী প্রসাদ মজুমদারকে শ্রদ্ধার্ঘ্য
প্রবাদপ্রতিম কবি ও ছড়াকার প্রয়াত শ্রী ভবানী প্রসাদ মজুমদারের প্রয়াণ পরবর্তী প্রথম জন্মদিনে ওনারই বিখ্যাত কবিতা “বাংলাটা ঠিক আসে না”-অবলম্বনে তৈরি গানের ভিডিও প্রকাশ হচ্ছে আজ (৯-ই এপ্রিল ২০২৪), ঠিক সন্ধে ছটায়। আমার Onyo Kshetra YouTube চ্যানেল থেকে। গঙ্গাজলে গঙ্গাপুজো আর কি!আজকের এই মাতৃভাষার প্রতি হীনমন্যতার সময়ে, মা-ভাষাকে এড়িয়ে যাওয়ার প্রবণতার যুগে, ওনার লেখার তীব্র শ্লেষ আমাদের সচেতন করে তুলুক। এই গানটা সেই বক্তব্যের ধারক ও বাহক হিসেবেই পৌঁছে যাক অনেকের কাছে, থেকে যাক আমাদের ভাষা-সচেতনতা উস্কে দেওয়ার জন্যে, চাওয়া বলতে এটুকুই। আপনারা / তোমরা / তোরা সঙ্গে থাকলে সেটা সম্ভব।