সামরিক খাতে আমরা বিশ্বে ৭ নম্বরে
স্বাস্থ্য খাতে বিশ্বে ১৪০ নম্বরে।
পালটানো যাবে কি?
ডাঃ শ্রীনাথ রেড্ডি এইমস এর একজন হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি একটি উচ্চপর্যায়ের কমিটি থেকে বলেন- হ্যাঁ সম্ভব, ভারতবর্ষে সবার জন্য স্বাস্থ্য পরিষেবা সম্ভব।
তিনি বলেন স্বাস্থ্য খাতে ২০১৭ সালের মধ্যে যদি জিডিপির ২.৫% আর ২০২০ র মধ্যে ৩% খরচ করা হয়।
তাতো হোলোই না, বরং কমে প্রায় ১% হয়ে গেছে।
পরের ছবিদুটি ২০১৯এ আজকের দিনে আমরা সবার জন্য স্বাস্থ্যের দাবিতে এক আলোচনাসভায়। সম্প্রতি আরো কিছু করেছি। ফাঁকা হলে নিজেদের মধ্যে। বিশেষ কারো কোনো হেলদোল আছে বলে মনে হয় না।
আমাদের দেশের স্বাস্থ্যের অবস্থা শোচ নীয়। সমস্ত সূচক তাই দেখাচ্ছে।
সবাই না চাইলে কিন্তু হবে না।
শুধু ডাক্তারদের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার জন্য আর কতদিন দায়ী করবেন?
প্রথম ছবিটি সম্প্রতি একটি খবর থেকে।