বার্ধক্যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের সাইজ ছোট হতে থাকে, মুছতে থাকে কিছু কিছু স্মৃতি। সেই জন্যেই বয়স বাড়ার সঙ্গেই জিনিসপত্র ভোলার পরিধি অনেক বেড়ে যায়। আমরা আমাদের চারপাশে এমন অনেক বৃদ্ধাদের দেখি, যাঁরা ক্রমশ নিজেদেরকে ভুলে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন তাঁদের যাপন। জীবনের অর্জিত স্মৃতি ভুলে যাওয়া বাড়ির এইসব বয়স্ক মানুষেরা আজকের পৃথিবীতে অনেকটাই প্রান্তিক। অথচ এমন বয়স জ্যেষ্ঠ মানুষদের হাত ধরেই আমাদের জীবনে প্রবেশ করা!!
২০শে অক্টোবর, ২০২৩ মহাষষ্ঠীর দিনে স্বাস্থ্য শিক্ষা নির্মাণ-এর পক্ষ থেকে বাড়ির বয়স্ক মানুষদের শারীরিক মানসিক সমস্যা ও তাদের যত্ন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল বসিরহাটের আপন-আলয় বৃদ্ধাশ্রমে।
অত্যন্ত প্রয়োজনীয় এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল বসিরহাটের বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থা। সংস্থার কর্ণধার শিক্ষক মলয় মন্ডলকে স্বাস্থ্য শিক্ষা নির্মাণের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। তাঁদের সাহায্য না পেলে আমরা এমন প্রয়োজনীয় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারতাম না। সেই সঙ্গে ধন্যবাদ আপন আলয় বৃদ্ধাশ্রম-এর আয়োজকদেরও। কর্ণধার চৈতালীদি ও লালিদির সহযোগিতা অনুষ্ঠানটিকে অনেক সুন্দর করে তুলেছিল। তবে সবশেষে ধন্যবাদ জানাবো বসিরহাটেরই কিছু মানুষকে। যাঁরা দুর্গা পুজোর ষষ্ঠী দিনের সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়েও আমাদের অনুষ্ঠানটিকে সফল করার জন্য পৌঁছে গিয়েছিলেন বৃদ্ধাশ্রমে।
আশা করছি আগামী দিনেও বসিরহাটের মানুষ এমন ভাবেই আমাদের পাশে থাকবেন ও প্রত্যেকে মিলিত প্রচেষ্টায় আমরা এমন অনেকগুলি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে পারব।