সিজিএইচএস কে কর্মচারী বন্ধু করে তোলার উদ্যোগ।
কর্মরত এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই পরিকাঠামোকে আরো ইউজার ফ্রেন্ডলি করে তুলতে চায়। তাই ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মতামত চাওয়া হয়েছিল । মতামত ইমেইল করে বা ডাকযোগে পাঠানোর শেষ সময়সীমা ছিল 30 শে নভেম্বর 2019।