___________
যে যাই চেঁচাও বাপু, ব্যাপারটা স্কেপটিক।
পায়ে? নাকি মগজেই হয়েছিল সেপটিক?
আসলেই গোড়া থেকে নই মোটে সুস্থ।
তাই তো ব্যাকটেরিয়া, তাইই জমে পুঁজ তো।
কী ভাবে, কেমন করে বার করা সেই পুঁজ?
ভেবে ভয়ে কেঁপে ওঠে সরকারি গম্বুজ।
বেচারা সে ডাক্তার, বাধ্য ও বিনীত,
বড়ই সাহস তার।(বিনিময়ে কী নিত?)
সেই কাজই করা চাই, যার যেটা ধার্য
অন্যথা হলে কেলো, তাও অনিবার্য।
আপ্ত বাক্য এটি। তা করে অমান্য
খিস্তি খেয়েছে খুব রাজেশ প্রামান্য!
অতিসাহসের ফলে চিকিৎসা বিভ্রাট
কাউকে বলিনি আজও, প্রকাণ্ড কী বিরাট!
★
এবং তারপর
___________
যাই হোক, তাতে আজ কিছু আসে যায় না।
সততার দাঁত নখ দেখাচ্ছে আয়না।
প্রেস কে যা বলবার, বলি বারবার তা।
গোয়ে ব ল সের মত দিয়ে যাই বার্তা
আমি নই। চাল-গমে ওরাই সে চোর তো।
চাল গম আটা চিনি… ওরা চুরি করত।
ওরা সব সিপিএম… ওরা সব ধূর্ত।
আমি-বালু ভারি সৎ, সততা বিমূর্ত!
ওদের ধরিনি কেন? পাচ্ছি কি দিশা? না
আমাকে জড়ালে পাবি কল্যাণ-নিশানা!
ঘোর প্যাঁচ মোটে নেই আমাদের নলেজে।
তবুও পাষণ্ডরা আমিষাশী বলে যে?
আমরা নিরামিষাশী, খাই আলু-পোস্ত।
যা বলে বলুক ইডি, চুপ করে বোস তো।”
★
প্রেস কনফারেন্স সমাপ্ত
খুব ভালো লাগলো স্যার।