কমিশন নিয়ে কটা কথা বলার ইচ্ছে হল।
আমি এমন একটা ল্যাবে কাজ করি যেখান থেকে বিগত চার মাস কোন টাকা পাইনি। তারপরেও সেই ল্যাবে অন্য ল্যাবের থেকে বেশী সময় কাটাই।
যারা আমায় টাকা দেয় তাদের সাথে পয়সার সম্পর্ক। অথচ যে ল্যাবের মালিক আমায় টাকা দিতে পারে না সেখানে বেশী সময় কেন কাটাই?
কারণ একটাই। সেই ল্যাবের মালিক একগুঁয়ে, যথেষ্ট পড়াশুনো জানা লোক এক সময় একটা টাকা কমিশন না দিয়ে টেস্ট করে রোগীকে রিপোর্ট দিয়েছে। তার বক্তব্য আমি কমিশন দেবো না।
কোন টাকা না পেয়ে সেখানে কাজ করে আমি আমার পাপ স্খালন করি।
কটা ডাক্তার এখানে স্বীকার করে বলতে পারেন তাঁরা কাউকে কিছু নজরানা দেন না বা কমিশন নেন না?
নিজের বাল্য বন্ধুকে নিজে হাতে কমিশন দিয়ে এসেছি। হ্যাঁ করেছি এই কাজ। সবাই করে। আমি স্বীকার করছি। আমি যাঁদের চিনি না তাঁরা আমায় কমিশন দিতে আসেন। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে তেমনই এটা সত্যি।
এটা একটা open secret… পুরো ডাক্তারী ব্যাপারটা নব্বই দশকের পর থেকে এই দালালীর ওপর টিঁকে আছে। লোকে লজ্জায় বলতে পারে না। কিন্তু টিঁকে থাকতে সবাইকে এটা করতে হয়।
কিছু জিনিস চার্চ গিয়ে কনফেশনের মতো করা উচিৎ।
একটা স্বপ্ন দেখি একটা সার্জারির জন্য একটা কমিশন দেবো না। তাতে পেশেন্ট না হলে না হবে। একটা টেস্টের জন্য কমিশন দেবো না। তাতে ল্যাব উঠে যাক।
কমিশন সিস্টেমে আজ আমরা ডাক্তাররা সবাই জর্জরিত। শুধু লজ্জায় বলতে পারি না।