মেয়ে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী যখন কেউ বলে তখন ভয় পেয়ে ভাবি এই বুঝি কেউ আমায় রূপে গণেশ, গুণে কার্তিক বললো। শুনতে মজা লাগলেও কারোর সাথে অন্য কারোর তুলনাটা অনেক সময়ই মন ভেঙে দেয়, বিশেষ করে ছোটোবেলায়। আমার ছোটবেলার বন্ধু বিশুকে ওর বাবা বলেছিলেন, জানিস পাশের বাড়ির রামকৃষ্ণ অঙ্কতে ১০০ তে ১০০ পেয়েছে। তারপর শুনি বিশের বাবা ওকে উদুম কেলাচ্ছে। না, অঙ্কে ০ পাবার জন্য নয়, ওর বিষাক্ত উত্তরের জন্য। ও কাকুকে বলেছিল, আমড়া গাছে কি আম হয়!
আমাদের স্কুলের মার্কশিটে, আমার প্রাপ্ত নম্বরের পাশে লেখা থাকতো সব সেকশন মিলিয়ে ওই বিষয়ে পাওয়া সর্বোচ্চ নম্বর। কেন যে থাকতো! সেই জন্য আজ আমার একটা কান অন্য কানের থেকে বড়।
যার যা ভাল লাগে তাই করুক। সবাই খুশী থাকুক। ইঁদুর দৌড়ে জিতলেও ইঁদুর, হারলেও ইঁদুর। আমরা মানুষ হই।
ছবি: Parijit Middya
চমৎকার লেখা