যদিও বলে লাভ হয় না তবু ছোট্ট করে বলে যাই-
বর্তমান জয় বাংলা বা কনজাংটিভাইটিসের যে প্রাদুর্ভাব চলছে তাতে (অধিকাংশ ক্ষেত্রেই) অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড চোখের ড্রপ দেওয়ার দরকার নেই। খুবই অল্প কিছু ক্ষেত্রে লাগতে পারে। সেটা ডাক্তার দেখিয়েই দেওয়া উচিত। অমুক-তমুকের পরামর্শে চোখের বারোটা বাজাবেন না।
বারবার চোখ পরিষ্কার রাখা দরকার। চুলকুনি বা ব্যথার মতো কিছু উপসর্গ থাকলে যৎসামান্য লক্ষণভিত্তিক চিকিৎসা লাগবে। চোখে দেখতে সমস্যা হলে, চোখের পাতা সহ গোটা জায়গাটা লাল হয়ে ফুলে গেলে, পুঁজ বা পিঁচুটি গড়ালে অবশ্যই চোখের ডাক্তার দেখাবেন। তখন অ্যান্টিবায়োটিক বা অন্যান্য চিকিৎসা লাগতে পারে।
ভাইরাসঘটিত কনজাংটিভাইটিসের সাথে সর্দিকাশি, পাতলা পায়খানা ইত্যাদি থাকতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসা লাগবে।
সাবান দিয়ে হাত না ধুয়ে চোখে হাত লাগাবেন না। চোখ মোছার পরে ব্যবহৃত রুমাল, কাপড়, গামছা ইত্যাদি আলাদা জায়গায় সরিয়ে রাখুন।
ভাইরাসঘটিত এই রোগ সাধারণত অল্প কয়েকদিন ভোগায়। বেশিরভাগ সময়ই বিশেষ জটিলতা হয় না।