যেখান দিয়ে রক্ত পড়ছে সেখানটা চেপে ধরুন মিনিট দশেক। তাতে রক্ত পড়া বন্ধ না হলে পট্টি বাঁধুন জোরে। সম্ভব হলে যেখান থেকে রক্ত পড়ছে সে অংশটা উপরে তুলে ধরুন। হাত বা পায়ের ক্ষেত্রেই এমনটা সম্ভব। তাতেও রক্ত বন্ধ না হলে বাঁধন দিতে হতে পারে। হাতের কোনোখান থেকে রক্ত পড়লে বাহুতে, পাশাপাশি পায়ের কোনোখান থেকে রক্ত পড়লে বাঁধন দিতে হবে জঙ্ঘায়। তবে মনে রাখবেন কিছুক্ষণ ছাড়া ছাড়া ঐ বাঁধন খুলতে হবে।
দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান।
খুব ভালো উদ্যোগ।
অসংখ্য ধন্যবাদ