আমি তো মরে গেছি বহু আগে
যেদিন ষড়রিপু নিজস্ব ইশারায়
ছিঁড়ে খুঁড়ে খেল শৈশবের মৃতদেহ।
নরকস্থ নন্দিনীর আত্মচিৎকার
আমাকে জাগায় না আর
স্কুলছুট মেঘ বালকের বৃষ্টি
আমাকে ভেজায় না আর
ফুটপাতের নিরন্ন ভালোবাসা
আমাকে কাঁদায় না আর।
নিজস্ব শব বহন করে প্রত্যহ চলেছি
লোকাল ট্রেনে- নিশ্চয়তার সন্ধানে।
আমার মত আরো বহু শব- হাজার হাজার
স্টেশনে, দোকানে, বাজারে, অফিস পাড়ায়
ভিড় করে- এক সুরে কথা বলে
এক মত, এক পথ, এক অধোগতি।
জীবিত মানুষ বিরলতম – তবু যারা
বেঁচে আছে মৃত্যুর পরও স্বপ্নের প্রাণোচ্ছ্বলতায়
চেয়ে থাকি অতৃপ্ত অবাক বিষ্ময়ে
আমিও তো মানুষ ছিলাম।
***************
সম্ভবত বরুণ বিশ্বাসের শেষ ছবি। সংগ্রহ করে দিয়েছেন Samir Chakraborty দাদা। বরুণ বিশ্বাসের কোনোদিন মৃত্যু হয় না।