কারা কারা কোভিড টেস্ট করাবেন?
(১) যেকোনো ব্যক্তি যাঁর সিম্পটম দেখা গেছে। সিম্পটমগুলি হল- জ্বর, কাশি, গলা খুশখুশ, স্বাদ বা গন্ধ না পাওয়া, শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাস সম্পর্কিত কোনও সমস্যা।
(২) RTPCR পরীক্ষায় পজিটিভ এমন কোভিড রোগীর সংস্পর্শে এলে, যাঁরা হাই-রিস্ক পপুলেশানের মধ্যে পড়েন, তাঁরা টেস্ট করাবেন। হাই-রিস্ক পপুলেশান হল- যাঁদের বয়স ৬০ এর বেশি, যাঁদের ডায়াবেটিস, হাই ব্লাড-প্রেশার, ওবেসিটি, কিডনি বা ফুসফুসের সমস্যা, ক্যানসার রয়েছে।
(৩) যেসব ব্যক্তি আন্তর্জাতিক পরিভ্রমণ করছেন (বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশিকা রয়েছে)।
(৪) আন্তর্জাতিক পর্যটক বা ভ্রমণকারী যাঁরা দেশের এয়ারপোর্ট, সমুদ্র বন্দরে এসে পৌঁছেছেন।
কাদের টেস্ট করানোর দরকার নেই?
(১) সিম্পটোম নেই এমন কোনও ব্যক্তি।
(২) হাই রিক্স পপুলেশানের মধ্যে নন এমন কোনও ব্যক্তি, RTPCR পরীক্ষায় পজিটিভ কোভিড রোগীর সংস্পর্শে এলে। এক্ষেত্রে সিম্পটোম না দেখা দিলে, টেস্ট করানোর দরকার নেই।
(৩) যাঁরা হোম আইসোলেশানে শেষ করছেন।
(৪) যাঁদের কোভিড-১৯ কেয়ার সেন্টার থেকে নতুন নির্দেশিকা মেনে ডিসচার্জ দেওয়া হয়েছে।
(৫) যাঁরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করছেন।