আচ্ছা ডাক্তারবাবু, প্রেসারের জন্য কি ওষুধ খেতেই হবে? শুনেছি, একবার শুরু করলে আর বন্ধ করা যায় না। মৃত্যু পর্যন্ত খেয়ে যেতে হয়। আচ্ছা, আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি শুরু করলে হয় না? ওতে তো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ঠিকই বলেছেন। এবার আপনি শুরু করবেন কি না করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে একটা গল্প বলি শুনুন।
একজন ধন্নন্তরি চিকিৎসকের, যদিও তার চিকিৎসা শাস্ত্রে কোনো পুঁথিগত বিদ্যা ছিল না। কিন্তু ওনার যা অভিজ্ঞতা ছিল, তাতে উনি অনেক কঠিন কঠিন রোগ নিমেষেই সারিয়ে তুলতেন, Azithromycin দিয়ে। উনি ওনার অভিজ্ঞতায় দেখেছেন মাথা ব্যথা থেকে শুরু করে পায়ের ব্যথা সবেতেই Azithromycin অনবদ্য।
তো একদিন এই ধন্বন্তরি বাবু আমার কাছে আসেন। উনি আগে থেকেই হাই- প্রেসারের রোগী, কিন্তূ কোনো ওষুধ খেতেন না। আমি অনেক বেশি প্রেসার পেয়ে একটা মেডিসিন প্রেসক্রাইব করলাম। কিন্তূ উনি ওষুধটা খাবেন না বললেন এবং বললেন প্রাণায়াম করে প্রেসারটা কমিয়ে নেবেন। উনি তো ধন্বন্তরি ছিলেন, এটাও বললেন, ওনার মৃত্যু পর্যন্ত কোনো প্রেসারের মেডিসিন দরকার হবে না। আশ্চর্য! সত্যিই উনি মৃত্যু পর্যন্ত কোনো প্রেসারের ওষুধ খাননি। এটা আলাদা ব্যাপার, উনি ২ দিন পরে মাথায় রক্ত ক্ষরণ হয়ে মারা গেছিলেন। উনি কিন্তু ধন্বন্তরি ছিলেন।
এই গল্প শুনে কেন জানি না এই রোগী প্রেসারের জন্য ওষুধ খেতে রাজি হয়ে গেলো। সবই ধন্বন্তরি চিকিৎসকের কৃপা।
Darun!