সারা পৃথিবীর জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পুরোধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনাবসান হল। ১৯৪১ সালে জন্ম, পারিবারিক সূত্রে কলকাতার হলেও পরে তাঁর পরিবার ঢাকাতে আশ্রয় নেয়। তাঁর পড়াশোনা ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজের বামপন্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পাক অপশাসন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ।
বিলেতে তাঁর এফআরসিএস পড়াকালীন শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। লন্ডন থেকে ভারতে ফিরে এসে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে ডা. এম এ মবিনের সাথে মিলে সেখানে ৪৮০ শয্যাবিশিষ্ট “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” প্রতিষ্ঠা ও পরিচালনা করেন।
ঢাকার কাছে সাভারে এক বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করেন তিনি। গণস্বাস্থ্য কেন্দ্র, মাসিক গণস্বাস্থ্য পত্রিকা, গণস্বাস্থ্য ফার্মাসিটিকাল।
১৯৮২ সালে বাংলাদেশের ওষুধ নীতি প্রণয়ণে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য।
ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবঙ্গে, আমরা যারা গণস্বাস্থ্যের কাজ করি, তাদের কাছে অনুপ্রেরণা হয়েছিলেন হয়ে থাকবেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।