বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, কমিউনিটি মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান, প্রফেসর ডাক্তার বিজয় মুখার্জী ১০ই মে, ২০২৪ প্রয়াত হয়েছেন। চিরশিক্ষক, জনস্বাস্থ্য আন্দোলনের অগ্রণী সৈনিক, সদালাপী, মিষ্টভাষী ডাঃ মুখার্জী ছাত্র, শিক্ষক ও আপামর জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হিসেবে সমাদৃত হতেন। শুধু মেডিকেল কলেজের শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন জনস্বাস্থ্য এবং বিজ্ঞান আন্দোলনের শিক্ষক।
পূর্ব বর্ধমান জেলা সহ পশ্চিমবঙ্গে অত্যন্ত কম খরচে বিজ্ঞানসম্মতভাবে ও আর এস তৈরিতে তাঁর অবদান নজির সৃষ্টি করেছিল।
মৃত্যুর পর তাঁর ইচ্ছা অনুসারে তাঁর দুটি চোখ দান করা হয়।
তাঁর মৃত্যুতে সমগ্র রাজ্য এবং দেশ ক্ষতিগ্রস্ত হলো। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং পরিবার পরিজন ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই।