মামাটি মানুষ ছিল, নাম গণতন্ত্র।
বাতাসে উড়েছে খুব শয়তানি মন্ত্র।
মামা চায় সকলের খাদ্য ও বস্ত্র
ভাগ্নেভাগ্নি কয়… ধর্মই অস্ত্র।
মাসতুতো ভাইবোন দু’জনই দুরন্ত
পেট ভরা খিদে আর হাঁ মুখ অনন্ত।
তারা জানে কোনও মতে জিয়োলে অশান্তি…
জিতে গেলে, ফ্রিতে মেলে জেল্লা ও কান্তি
সারদা এসএসসি ও কেউ বা পিএনবি
ওনারের প্রাইড আর নেবারের এনভি।
তলে তলে সাঁট করে নিজে হয় মুক্ত
আইন আইনের পথে চলে … লোকায়ুক্ত।
মেলা খেলা উৎসব, ফেডারেল ফ্রন্টও!
হেঁসেলে রান্না চলে … ছ্যাঁচড়া ও ঘন্ট।
তালে গোলে যদি কোলে ছিঁড়ে পড়ে শিকেটি
দেশের যা’ হবে হোক… ফিউচার রিকেটি!
ওর আছে এজেন্সি, এটার সিআইডি।
আমি খাব… তুইও খাবি, বুঝেছিস ভাইডি?
ক্ষমতার লীলা দেখে যদিও অসুস্থ
জনগণ ভাবে তবু, মামাটি মানুষ তো!