প্রশ্ন: ব্লাড এর রিপোর্ট হাতে পেতেই আমি দেখলাম এসটি ৪৫ জি/ডিএল এবং এলটি ৪১ জি/ডিএল। রিপোর্ট বলছে দুটোই সাধারণ মাত্রার থেকে কিছুটা বেশি। আমি জানি এই রিপোর্ট দুটি কমবেশি লিভারের অবস্থা বলে দেয়? তবে কি দ্রুত জন্ডিসের দিকে এগোচ্ছি। এই মুহূর্তে কি করনীয় উচিত ডাক্তার বাবু একটু বলবেন? ওষুধ ছাড়া কি এই দুটি রক্তের রিপোর্টের লেভেল কমানো সম্ভব?
প্রশ্নকর্তা: রনি দে, বারাসত বিবেকানন্দ রোড
উত্তরঃ এ এস টি ও এ এল টি দুটি উৎসেচকের মাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি আছে। প্রধানত লিভারের নানা রোগে এই দুটির মাত্রা বৃদ্ধি পায়। কিছু বেশেষ ক্ষেত্রে হার্টের সমস্যায় ও এদের মাত্রা বৃদ্ধি পায়।যদি লিভার ফাংশন টেষ্ট এর বাকি মাত্রা সীমার মধ্যে থাকে তাহলে এ এস টি ও এ এল টি এর এই সামান্য মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য চিন্তা করার কোন দরকার নেই। অনেক সময় নানা ওষুধের জন্যও এটির মাত্রা বৃদ্ধি পেতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিন। হয়তো কিছুদিন বাদে আবার আপনাকে লিভার ফাংশন টেস্টটি আর একবার করে দেখতে হতে পারে।
উত্তর দিয়েছেন: ডাঃ মৃন্ময় বেরা