প্রশ্নঃ আমার চার মাস প্রেগন্যান্সি চলছে। কাল থেকে সর্দি জ্বর হয়েছে। নাক বন্ধ, জল গড়াচ্ছে। কি ওষুধ খাবো? আগে একবার সর্দি-জ্বরের জন্য গাইনি এজিথ্রোমাইসিন দিয়েছিলেন। সেটাই খাবো কি?
প্রশ্ন করেছেনঃ দিয়া রায়, অশোকনগর।
উত্তরঃ সর্দি-জ্বর, নাক বন্ধ, নাক দিয়ে জল গড়াচ্ছে মানে ভাইরাস সংক্রমণ হয়েছে। এন্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। তাই এজিথ্রোমাইসিন বা কোন এন্টিবায়োটিক খেয়ে লাভ নেই। আর বেশির ভাগ ওষুধই গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতিকর।
জল বেশি করে খান, গরম জলের ভাপ নিন। প্রয়োজনে জ্বর বা ব্যথা কমাতে প্যারাসিটামল খাওয়া যায়। ডাক্তার দেখিয়ে প্যারাসিটামলের মাত্রা ঠিক করান।
উত্তর দিয়েছেনঃ ডা পুণ্যব্রত গুণ।