ঠিক আড়াই মাস আগে..
ডক্টরস’ ডায়ালগের পথচলা শুরু হয়েছিল।
চায়ের দোকানের আড্ডাই হোক কিংবা নির্বাচনী ইস্তেহার- স্বাস্থ্যের অধিকারের কথা, স্বাস্থ্য সচেতনতার কথা কিংবা জগদ্দল পাথর হয়ে বসে থাকা কুসংস্কারের কথা উঠে আসে না কোথাও। স্বাস্থ্যের পণ্যায়নের আবর্তে উদ্ভুত ঘোলাজলে লাভবান হয় কিছু স্বাস্থ্য-শ্বাপদ আর লড়ে মরে রোগী-চিকিৎসক। আমাদের বারবার শত্রু চিনতে ভুল হয়ে যায়। আমাদের উদ্যত তর্জনীর ঠিক সমকৌণিক ভাবে গড়ে ওঠে বিস্তৃত স্বাস্থ্য-সাম্রাজ্য যেখানে সমাজের বৃহত্তর অংশের প্রবেশ অসম্ভব। অথচ, অবধারিত ভাবেই জনগণের ক্ষোভের সহজবোধ্য এবং সহজলভ্য কুশপুত্তলিকা হয়ে ওঠেন চিকিৎসকরাই। সর্বকালীন গণশত্রু।
স্বাস্থ্যখাতে খরচ ১.৫% অথচ স্বাস্থ্যবীমার ঢক্কানিনাদ!! স্বাস্থ্যবীমা দিয়ে যে দেশের স্বাস্থ্যের হাল ফেরানো অসম্ভব এটুকু বুঝতে বোধহয় রকেট সায়েন্স লাগে না। পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে শুধুমাত্র ওষুধ কিনতে গিয়ে ২.৫% জনগণ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যান। অপুষ্টি, অশিক্ষা, অবৈজ্ঞানিক ওষুধের বুজরুকি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, রক্তাল্পতা, ক্ষুদ্রকায়ত্ব, ডায়েরিয়া, নিউমোনিয়া.. তালিকা দীর্ঘ অথচ সমাধান কিন্তু খুব কঠিন নয়। দেশের সার্বিক স্বাস্থ্যের উন্নয়নের মন্ত্র ঝাঁ চকচকে সুপারস্পেশালিটি হাসপাতালে নয়, প্রাথমিক ও প্রতিরোধী চিকিৎসাতেই।
এই কথাগুলো সরকারের অজানা এমন ভাবার কোনও কারণ নেই। অথচ যুক্তিগ্রাহ্য কারণেই খেলা, মেলা, মদ, মূর্তি, মিসাইল, ক্লাবের চাঁদা, পুজোর টাকা, ইমাম ভাতা.. সব আছে, শুধু ‘সবার জন্য স্বাস্থ্য’র ধারণা এখনও অলীক কল্পনা।
ঠিক এই অসহায়তাই প্রান্তিক মানুষদের (এবং অবশ্যই কিছু সংখ্যক শিক্ষিত ঘুমন্তদের) বাধ্য করছে পাথর, তাবিজ, ঝাড়ফুঁক থেকে শুরু করে অন্যান্য অবৈজ্ঞানিক ও অপ্রমাণিত চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস রাখতে।
এই কথাগুলো বলার জন্যই তৈরি হয়েছিল ডক্টরস’ ডায়ালগ। রোগের কথা, রোগীর কথা, সমাজের কথা, চিকিৎসকের প্রাত্যহিক অভিজ্ঞতা কিংবা চিকিৎসা সম্পর্কিত রোমহর্ষক থ্রিলার উঠে এসেছিল বিভিন্ন খ্যাতনামা মানুষদের কলমে। দায়িত্ব নিয়ে বলছি তাদের মধ্যে অনেক লেখা প্রতিষ্ঠিত সাহিত্যিকেরাও লিখতে পারলে গর্ববোধ করতেন। গন্ধ নাকের অকিঞ্চিকর পুটকির মতো কিছু লেখায় ‘কাবাব মে হাড্ডি’ হয়েছি আমিও।
আজ ডক্টরস’ ডায়ালগের পাঠক সংখ্যা এক লক্ষ ছুঁল। প্রথম ৫ দিন কাউন্টার ছিলো না। নইলে সংখ্যা আরও বাড়তো।
এখনো ক্লিক করেন নি? চটপট করে ফেলুন। ডক্টরস’ ডায়ালগের সাথে থাকুন।
www.thedoctorsdialogu.com
From this forum we learn a lot. Also the fact stated by the Doctors makes us reach about disease and medical science. I always wait for next post.