সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ও জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স, ওয়েস্ট বেঙ্গলের যৌথ আয়োজনে আজ নীলরতন সরকার মেডিক্যাল কলেজে সন্ধ্যা ৬-টায় বিশ্ববরেণ্য বিপ্লবী চিকিৎসক চে গেভারার চিকিৎসক কন্যা আলেইদা গেভারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এক সভায় মিলিত হন।
চিকিৎসকদের মধ্যে তুমুল উন্মাদনা ছিল এই কর্মসূচীকে ঘিরে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ডাঃ আলেইদা তাঁর বক্তৃতা সংক্ষিপ্ত করলেও তাঁর দেশ কিউবা স্বাস্থ্যক্ষেত্রে যে অসাধ্যসাধন করে চলেছে বিপ্লবের পর থেকে আজ অব্দি, তিনি তা তুলে ধরেন। তিনি বলেন, অর্থনৈতিক নানা প্রতিবন্ধকতা সত্বেও কিউবা তার জনগণের সমস্ত অংশকে সমানাধিকার দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানের স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে। কিউবা ক্যান্সারের চিকিৎসা, শল্য চিকিৎসাসহ বিভিন্ন রোগের প্রতিষেধক আবিষ্কারে সারা বিশ্বকে পথ দেখাচ্ছে। তিনি আরো বলেন যে সারা দুনিয়ার মেহনতী মানুষের প্রতি সংহতি জানাতে কিউবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অতীতের মত এখনো দেশে দেশে কাজ করে চলেছে, ভবিষ্যতেও করবে। ভারতের চিকিৎসকদের সঙ্গেও তিনি সংহতি জ্ঞাপন করে বলেন যে কিউবা তাঁদের সঙ্গেও জ্ঞানের আদানপ্রদান করতে আগ্রহী।
জয়েন্ট প্ল্যাটফর্মের তরফে ডাঃ আলেইদাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাঁর হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। এদিনের সভায় তিনশতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দেখুন ডক্টরস ডায়ালগের ফেসবুক পেজেঃ https://fb.watch/ibGs4FzU43/?mibextid=UUgoR4