১)
পূর্বকথন:- শুক্রাচার্য-শিষ্য, পরম প্রতাপশালী দৈত্যরাজ ‘বলি’ একবার ত্রিলোক জয় করে ফেলেন। দাতা হিসেবেও ওনার সুনাম ছিল। কাউকে ফেরাতেন না। এদিকে রাজ্যপাট হারিয়ে চরম ডিপ্রেসড ইন্দ্রদেব সাঙ্গপাঙ্গ সমেত বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণুদেব বামনের ছদ্মবেশে বলির কাছে হাজির হয়ে তিন পা মাপের একটি ভূমিখণ্ড ভিক্ষে করেন। রাজি হয়ে যান মহারাজ বলি। বিষ্ণু নিজেকে প্রসারিত করতে থাকেন, এক পা দিয়ে স্বর্গলোক আচ্ছাদিত করেন, দ্বিতীয় পা দিয়ে মর্ত্যের দখল নেন। তৃতীয় পদ বলি নিজের মস্তকে ধারণ করেন। বিস্ময়মাখা খুশিতে বিষ্ণু সবর্স্বহারানো ‘বলি’-কে পাতালের অধীশ্বর পদে প্রতিষ্ঠিত করেন।
২)
ওটির নিভৃতকক্ষে নিজেকে সম্রাট মনে হয়,
পাতালের মহারাজ, দান-বীর ‘বলি’।
শুধু ভাবি,একটি সফল সার্জারির পর—
চেনা ছদ্মবেশে যদি ফেরে সেই অচেনা প্রশ্রয়
নির্দ্বিধায় পেতো দেবো অলিন্দ নিলয়।
৩.১.২০২৪