মাসতুতো চোর। একে অন্যের বাবাকে ডেকেছি মেসো।
একই বৃন্তে দুইটি কুসুম, পদ্মফুল আর ঘেসো।
একই রকমের কর্মকাণ্ড, যখন যেটুকু পারি।
কেউ কামড়াই রবি ঠাকুরকে, কেউ বা ডিকশনারি।
এই ফুল থেকে ওফুলে ঝাঁপাই কৌশলী লাফ দিয়া
রসায়ন বইয়ে এটাকেই বলে, উভমুখী বিক্রিয়া।
কখনও করেছি হাত ধরাধরি, সাজানো ঝগড়া কভু।
মিডিয়া সাজায় বাইনারি। যেটা চায় আমাদের প্রভু।
জনগণ? খুব আবেগপ্রবণ। নাচে অনুদান নিয়া।
ভুয়ো বৈঠকে প্ল্যান ঠিক করে, ঘেঁটে দিই I.N.D.I.A…
ভোটদানে থাকি বিরত। কারণ তুই আমার আমি তোর।
একই অ্যাজেন্ডা। তার ছায়াতেই বেড়ে উঠি দুই চোর।
কাজিন ম্যারেজ, আইনে সিদ্ধ। কী বলার আছে কার?
স্বদেশ চিবোক, কেন্দ্রে রাজ্যে পুষ্পিত সরকার!
★