বোঝার ওপর শাকের আঁটি চাপল গাধার পৃষ্ঠে
আর একটা নাম জুড়ল আমার ব্যর্থ প্রেমের লিস্টে।
যশোলোভের নেশায় তুমি ধরলে এখন হাত কার?
ভাসছে চোখে আজ এখনও… আনন্দ-সাক্ষাৎকার।
মুগ্ধ ছিলাম, স্বীকার করছি, সাহসী মুখ দেখে।
একলা আমি? মোটেই তা’ না। পল্লীর প্রত্যেকে।
প্রবল প্রতাপ চুরির থেকে পাচ্ছিল না কেউ রক্ষে
আইনি পথেই রুখছিলে সেই সকল প্রতারককে।
জড়িয়ে গেলাম প্রেমে, তোমায় ভাবলাম নক্ষত্র
ও হাত ধরে পেরিয়ে যাব যাত্রাপথের গর্ত।
দোষ নিয়ো না। এমনিভাবেই কদিন বাদে বাদে
প্রায় নিরুপায় জড়িয়ে পড়ি প্রেমের অপরাধে।
দুদিন বাদেই প্রত্যেকবার অবস্থা যা দাঁড়ায়
ফেসবুকে খাপ বসতে থাকে, কেচ্ছা পাড়ায় পাড়ায়।
তবু আমার শিক্ষা হয় না। জড়াই নতুন প্রেমে।
কেউ বা কন্যা। কেউ অভিজিৎ। আটকে একই ফ্রেমে।
স্বপ্ন ভাঙার সময় শুনি, পাড় ভাঙবার সাড়া।
সত্যি হারায়, মিথ্যে প্রেমের প্রেমিক প্রেমিকারা।
★