প্রশ্নঃ আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। আমার এক বন্ধু বলছে আর্সোকল ৩০০ বা ইউডিলিপ ট্যাবলেট দিনে দুবার করে ত্রিশ দিন খেতে। এই ট্যাবলেট খেলেই কি ফ্যাটি লিভার ঠিক হয়ে যাবে?
প্রশ্ন করেছেনঃ নবারুণ দত্ত, বারাসত।
উত্তরঃ আপনি যে দুটি ট্যাবলেটের নাম বললেন সে দুটিতেই আর্সো-ডি-অক্সি কোলিক অ্যাসিড থাকে যা কেবলমাত্র প্রাইমারি বিলিয়ারি সিরোসিস বলে একটি বিরল ও জটিল রোগে ব্যবহৃত হয়। ফ্যাটি লিভারে এই ওষুধের কোনও ভূমিকা নেই। অনেকক্ষেত্রেই ফ্যাটি লিভারের কোনও ওষুধ লাগে না। নিয়মিত ব্যায়াম ও খাদ্যাভাসের পার্থক্য আনলেই ফ্যাটি লিভারের উপশম হয়। আপনার ক্ষেত্রে চিকিৎসা লাগবে কি লাগবে না সেটি একজন চিকিৎসকই বলতে পারেন। চিকিৎসকের পরামর্শ ব্যাতীত কোনও ওষুধ কিনে খাবেন না।
উত্তর দিয়েছেনঃ ডা ঐন্দ্রিল ভৌমিক।