আপনার পাড়ায় ৫০০ লোক। ডেল্টা ওয়েভে তার মধ্যে ১০০ জন আক্ৰান্ত হয়েছিলেন, ১০ জন হাসপাতালে গেছিলেন, ১ জন মারা যান।
মৃদু কিন্তু মারাত্মক ছোঁয়াচে ওমিক্রনে কিন্তু পাড়ার ৫০০ জনের মধ্যে আক্রান্ত হতে পারেন অন্তত ৪০০ জন।
অনেক কম বিপজ্জনক ভ্যারিয়েন্টেটিতেও তার মধ্যে ২০ জনকে হাসপাতালে যেতে হতে পারে আর ২ জন মারা যেতে পারেন !
মৃদু কিন্তু মারাত্মক ছোঁয়াচে ওমিক্রন নিয়ে শঙ্কাটা আদপে সংখ্যায়।
বিধি মানুন, টীকা নিন, মাস্ক পরুন, ভিড় এড়িয়ে চলুন আর চেষ্টা করুন পাড়ার ৫০০ জনের মধ্যে ৪০০ যেন আক্রান্ত না হন ॥