প্রোঅ্যাকটিভ নই… রি-অ্যাকটিভও নই।
কত কী দেখা হল একটা জীবনেই।
এক যে বিচারক, যে ছিল তারকাই,
সে কেন চলে গেল। চাইল, ‘আরও খাই’?
শুধু কি আরও খাওয়া? শক্ত কোনও মই
পায়ের নীচে পেলে… তখুনি চড়বই।
এ কোন নীতিমালা? মোটেই মানাল না!
মানুষ বেশি নেই। আছে যা হাতে গোণা।
তুমি কি ভুলে গেলে, সে দিন… সে মিছিলও!
ধর্ম জিরাফের বিবাদ? হ্যাঁ, তা ছিল।
তবুও ছিল এক অজানা স্বপ্নের
অলীক হাতছানি। মায়ায় ঘেরা ঢের।
সবটা ভুলে গেলে? ডেকেছে বাস্তব…
তাই কি প্রণিপাত? এমন পরাভব!
ঠিক আছে তাই হোক। লড়াইয়ে থাক ঝুঁকি।
হৃদয়ে আর নয়। তা হলে? মুখোমুখি…
★