ফুল দেবেনা এমনি মানুষ, চাইবে সবাই ফেরত কিছু,
পাওয়ার আশা’র লেজুড় ঝোলে প্রেমের তাবত গোলাপপিছু।
সম্মানে কেউ ‘বোকে’ পেলে, যে দিচ্ছে তার থাকবে চাওয়া
বোকে’র মানুষ ভাঙিয়ে নিয়ে বাকির থেকে এগিয়ে যাওয়া।
কিছু ফুলে Foolই লেখা, উচ্চে তোলে প্রাপককে তার,
কাজ হাসিলে আছড়ে ফেরায় মাটির ওপর ধপাস আবার।
আর কিছু স্রেফ নিয়মমাফিক, দিতে হবে বলেই দেওয়া,
শ্রাদ্ধ বিয়ে জন্মদিনে অর্ডারে তাই ‘বোকে’ নেওয়া।
ভগবানের অর্ঘতে ফুল, সেও কি শুধু ভক্তিমাখা,
ঠাকুর আমায় অমুক দিও, মালাতে সেই আর্জি রাখা।
প্রিয় মানুষ চলে গেলে, তার ফটোতে যে ফুল দোলে
আসলে তা স্মৃতির অ্যালার্ম, কাজের ফাঁকে বাজবে বলে।
এক শুধু ওই গাছের কাছে, ফুল পাওয়া যায় কারণ বিনা,
গাছকে ফেরত কী দেওয়া যায়, তা নিয়ে কেউ গা করি না।
গাছ বলে সে এমনি দেবে, গাছের আবার চাহিদা কী,
ব্যাপারটাকে তেমনভাবেই আমি তুমি সবাই দেখি।
মালিরা ফুল ফলায় বটে, গাছকে বাঁচায় জলে সারে,
কিন্তু তারাও ফুল তুলে নেয় ন্যায্য ভাবা অধিকারে।
গাছ কিছু কি মনে করে? করলে সেটা বোধ্য না তো,
পরের দিনেও নতুন ফুলে দেখবে তাকে শিশিরস্নাত।
তোমায় যদি ফুল দিয়ে কেউ সত্যি বলে এমনি দিলাম,
চড়িয়ে দিও গোটা জীবন অমন ফুলের জন্য নিলাম।
সামলে রেখো সে বন্ধুকে যার ভূমিকা গাছের মতন,
পাওনা দেনার এই দুনিয়ায় অমূল্য সে অরূপরতন।
থাক না সবার রোজনামচায় ফুলের গাছের সেই অঘটন।